হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো মার্চ ২০১৭

ডাক্তারের পরামর্শ অনুযায়ী ১০ দিন পর আবার চেম্বারে এলেন ডায়বেটিস রোগী সায়েম। তারপর...
ডাক্তার : বলেন কি! ডায়বেটিস তো এখনো নিয়ন্ত্রণের বাইরে। আপনাকে না রাতের বেলা রুটি খেতে বলেছিলাম?
সায়েম: কি যে বলেন স্যার, আমিতো এখন তিন বেলাই রুটি খাই।
ডাক্তার: হুমম (কিছুক্ষণ নীরব...)
সায়েম: ওহহু! রুটি কি খাওয়ার আগে খেতে বলছিলেন, না পরে?
ডাক্তার: তার মানে?
সায়েম: আসলে আমি তো এতদিন খাওয়ার পর পর মানে ভরা পেটেই চারটা করে রুটি খেতাম।
হোসাইন মোহাম্মদ রিয়াজ
ছিটুয়াপাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম

ছেলে: বাবা, পাশের বাসার সামিরের দুই চাকার সাইকেল আছে। আমার নেই কেন? আমাকেও দুই চাকার সাইকেল কিনে দিতে হবে।
বাবা: পাশের বাসার সামির যদি নদীতে ঝাঁপ দেয়, তাহলে তুমিও কি নদীতে ঝাঁপ দেবে?
ছেলে: না বাবা, আমি ওর সাইকেলটা নিয়ে আসবো।
বাবা: দুষ্টু ছেলে! তুমি জানো, তোমার বয়সে আবরাহাম লিংকন প্রত্যেক দিন দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে যেতেন! আর তুমি কিনা সাইকেল চাইছো?
ছেলে: তো কী হয়েছে? তোমার বয়সে আবরাহাম লিংকনতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তাই বলে তুমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পেরেছো?
- বাবা শুনেই তো হাসি।
মুহিত আহমেদ জামিল
শাহজালাল, সিলেট

এক পিতা তার সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে এলেন-
পিতা: ডাক্তার সাহেব আমার ছেলেটার না অনেক দিন থেকে খুব জ্বর।
ডাক্তার: তাকে দেখে এই নেন ঈবভঃড়হ ২সম সাত দিন  দেবেন।
পিতা: অবাক হয়ে.. কি বলেন ডাক্তার সাহেব! আমার কি টাকা কম আছে নাকি আপনি ২সম দিলেন কেন? এক কেজি দিতেন!
নুর মোহাম্মদ
ফতেপুর, চাটখিল, নোয়াখালী

ডাক্তার: আই অ্যাম স্যরি, আপনার ছেলে মারা গেছে...
ছেলে : একটু পরে উঠে বললো, বাবা আমি মরি নাই
বাবা: চুপ বেয়াদব, তুই ডাক্তারের চেয়ে বেশি বুঝছ?
তোফিজুল ইসলাম, আমতলা, বোদা, পঞ্চগড়

একটা গ্রামে গরু চুরি হয়েছে। সেই সময় পুলিশের সাথে এক লোকের কথোপকথন-
পুলিশ : তুমি গরু চুরি করেছো?
(লোকটি কেবলমাত্র তিনটি ইংরেজি শিখছে-  Yes, No, Very good.
কিন্তু লোকটি এর মানে জানে না। সে মনে মনে বলছে যে পুলিশ মানুষ সম্মানের। তাদের সাথে ইংরেজিতে কথা বলি।)
লোকটি : Yes
পুলিশ : তোমার সাথে কেউ ছিলো?
লোকটি: No.
পুলিশ : তুমি কি আমার সাথে জেলে যেতে চাও?
লোকটি: Very  good.
মতিউর রহমান, কুষ্টিয়া

১ম বন্ধু : পুলিশের হাতে মার খেতে খেতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল।
২য় বন্ধু : কেন রে? তুই চোর নাকি?
১ম বন্ধু : আমার বাবা পুলিশ অফিসার।
শারমিন আক্তার, হরিপুর, ঠাকুরগাঁও

আবুল উল্টো হয়ে গাছের ডালে ঝুলে আছে এই দৃশ্য দেখে তার বন্ধু হাবলু বললÑ
হাবলু : কিরে উল্টো হয়ে গাছের ডালে ঝুলে আছিস কেন?
আবুল: মাথা ব্যথার ঔষধ খেয়েছিতো তাই উল্টো হয়ে কিছুক্ষণ ঝুলে আছি। যেন, ঔষধটা পেটে না গিয়ে মাথায় যায়।
আবু নাঈম, কামারপাড়া হাড়িভাসা, পঞ্চগড়

ডাক্তার : কেমন আছেন?
রোগী: ভালোই, তবে শ্বাস-প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে!
ডাক্তার: চিন্তার কিছু নেই! ওটা যাতে দ্রুত বন্ধ হয় সে ব্যবস্থা করছি!
মুহাম্মদ আব্দুল মাজেদ
বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট

জ্যোতিষের সাথে কথোপকথন-
আবুল গেল এক জ্যোতিষের কাছে। ডান হাত বাড়িয়ে বলল, বাবা! আমার ডান হাত চুলকায়। কী আছে সামনে বলেন তো?  জ্যোতিষ বলল, তোর অর্থ প্রাপ্তি সুনিশ্চিত!
আবুল বলল, বাম হাতও চুলকায়! জ্যোতিষ বলে, কী বলিস! তোর আরও অর্থ আসবে। আবুল আনন্দিত গলায় বলল, আমার ডান হাঁটু চুলকায়। জ্যোতিষ বলল, তোর বিদেশ যাত্রা হবে। খুশিতে গদগদ আবুল মহা উৎসাহের সাথে বলল, আমার বাম হাঁটুও চুলকায়!! বিরক্ত হয়ে জ্যোতিষ বলল, ওরে বেকুব তোরতো চুলকানি হয়েছে!
মো: মিজানুর রহমান
বকশিগঞ্জ, জামালপুর
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ