হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো ফেব্রুয়ারি ২০১৭

বল্টু ও এক ভদ্রলোকের মধ্যে মোবাইল কথোপকথন :
ভদ্রলোক : হ্যালো।
বল্টু : হেলু হিলু হুলু!
ভদ্রলোক : তুমি কে?
বল্টু : আমি মানুষ।
ভদ্রলোক : থাক কোথায়?
বল্টু : পৃথিবীতে।
ভদ্রলোক : এতো রাতে কল দিয়েছো কেন?
বল্টু : আপনার সাথে কথা বলার জন্য।
ভদ্রলোক : তুই যেমন দুষ্টু, তোর বাবাও মনে হয় ছিল তেমন দুষ্টু!
বল্টু : আব্বু আমি বল্টু...
আবদুল্লাহ আল মামুন
নুরাবাদ, চরফ্যাসন, ভোলা

লালটু এবং সেলটুর মধ্যে কথা হচ্ছে-
লালটু: জানিস আমি রাতে একটা মজার স্বপ্ন দেখেছি।
সেলটু: তাই? তো কী স্বপ্ন দেখলি?
লালটু: আমি স্বপ্নে দেখলাম আমি হিমালয়ে আরোহণ করেছি।
সেলটু: তুই মিথ্যা বলছিস।
লালটু: কেন?
সেলটু: কারণ স্বপ্নে আমিও হিমালয়ে আরোহণ করছিলাম, কিন্তু তোকে তো দেখলাম না।
মো: আবুল হোসাইন
হরিপুর, ঠাকুরগাঁও

বর্ণজ্ঞানহীন এক ধনী লোক ও ড্রাইভারের মধ্যে কথোপকথন-
ধনী : কী ব্যাপার ড্রাইভার, গাড়ি বন্ধ হলো কেন?
ড্রাইভার : স্যার, ইঞ্জিনে একটু গোলমাল হয়েছে। স্ক্রু ড্রাইভার থাকলে ঠিক করা যেত। এখন তো...।
ধনী : বললেই হলো? স্ক্রু ড্রাইভারের বেতন দেবে কে? তুই...?
ওসমান গনি
পদুয়ার বাজার, কুমিল্লা

গণক ও ভদ্রলোকের মধ্যে কথোপকথন-
গণক : আসেন ভাই আসেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব গুনে যান।
ভদ্রলোক : গণককে কষে দিলেন এক চড়।
গণক : আপনি আমাকে চড় দিলেন কেন?
ভদ্রলোক : আপনি তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব নাকি বলে দিতে পারেন। তাহলে আমি যে আপনাকে চড় দেব এটাতো আপনার জানাই থাকার কথা?
মো: মারুফ বিল্লাহ
পদুয়ার বাজার, কুমিল্লা

গরু ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথোপকথন-
ক্রেতা : ভাই গরুটার দাম কত?
বিক্রেতা : ভাই ষাট হাজার টাকা।
ক্রেতা : ভাই ৫ টাকায় দেবেন?
বিক্রেতা : ভাই পাশে একটা দোকান আছে।
ক্রেতা : কেন?
বিক্রেতা : ভাই ৫ টাকা দিয়েতো গরু পাবেন না, তাই এক কাপ চা খেয়ে বাড়ি চলে যান।
সাজ্জাদুল ইসলাম নাঈম
বিশ্বরোড, কুমিল্লা
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ