হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো ফেব্রুয়ারি ২০১৮

দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
মিন্টু : যদি এমন সময় আসে যখন আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা নেই তখন তুই কী করবি?
ঝন্টু : এটাতো সহজ প্রশ্ন?
মিন্টু : কী বলতো?
ঝন্টু : কেন তখন একটি চুলার মধ্যে একটা রবি সিম দিয়ে বলব জ্বলে উঠুন আপন শক্তিতে।
আকবর হোসেন রাফি
আনন্দপুর, ফুলগাজী, ফেনী

ক্রেতা আর বিক্রেতার মধ্যে কথোপকথন-
ক্রেতা : তোমার দোকানে কি সব কিছুই পাওয়া যায়?
বিক্রেতা : জি স্যার, সব পাবেন?
ক্রেতা : বিস্কুট আছে?
বিক্রেতা : স্যরি স্যার, বিস্কুট একটু আগেই শেষ হয়ে গেছে।
ক্রেতা : চাল আছে?
বিক্রেতা : স্যার, চাল এখনো এসে পৌঁছায়নি।
ক্রেতা : সাবান আছে?
বিক্রেতা : স্যার সাবান আজকে বিকেলে এলেই পাবেন, এখন নেই।
ক্রেতা : তালা আছে?
বিক্রেতা : জি স্যার, এটা আছে!
ক্রেতা : গুড। দোকানে তালা লাগাও, আর বাড়ি গিয়ে ঘুমাও।
ইউসুফ বিন সাঈদ
মিঝিবাড়ি, চাটখিল, নোয়াখালী

দুই জনের মধ্যে কথোপকথন-
১ম জন : রাতে রাস্তায় ল্যাম্পের আলোতে কিছু খুঁজছে।
২য় জন : রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে দেখে বলল, কী খুঁজছ।
১ম জন : আমার একটা আংটি হারিয়েছে।
২য় জন : কোথায়?
১ম জন : রাস্তার পাশের ওই ল্যাম্পটির কাছে।
২য় জন : তাহলে এখানে খুঁজছ কেন?
১ম জন : ওই ল্যাম্পটি নষ্ট ছিল তাই এই ল্যাম্পটির আলোয় খুঁজছি।
চৌহান জামিল
ফুলতলা, খুলনা
***
একজন বিদেশী গ্রামে বেড়াতে এসেছেন। তিনি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পাশের দোকানের এক অশিক্ষিত লোককে বললেন, এড়ড়ফ সড়ৎহরহম। দোকানি বললেন, কী গুড় লাগবো ঝোলা গুড় না খেজুর গুড়।
দেলোয়ার হোসেন
চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম

রোহান দেয়ালে ধাক্কা দিচ্ছে আর মাটিতে পড়ে যাচ্ছে। এভাবে সে অনেকবার করলো। এ দৃশ্য দেখে আবির বলল, কিরে তুই পাগলের মতো দেয়ালে ধাক্কা দিচ্ছিস কেন?
রোহান : আরে আমি তো নিউটনের গতির তৃতীয় সূত্র কাজ করে কিনা দেখছিলাম। কিন্তু সেতো আমাকে সমানভাবে ধাক্কা দিচ্ছে না।
আসিফুর রহমান
বাঁশখালী, চট্টগ্রাম
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ