হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো জানুয়ারি ২০১৪

শিক্ষক : পৃথিবীর সবচেয়ে প্রাচীন পশু কোন্টি? ছাত্র : স্যার, জেব্রা। শিক্ষক : বলো কী! তা জেব্রাকে কেন তোমার প্রাচীন পশু মনে হলো? ছাত্র : স্যার, প্রাচীনকালে সhasir-Baksoবকিছুই তো সাদা-কালো ছিল। যেমন- টেলিভিশন। এখন সেই সাদা-কালোর বদলে হয়েছে রঙিন। কিন্তু জেব্রা তো এখনো সেই সাদা-কালোই রয়ে গেছে। তাহলে জেব্রা প্রাচীনকালেরই পশু, তাই না স্যার! সংগ্রহে : মেহেদী হাসান রাফি লক্ষ্মীপুর সদর একদা তিন কচ্ছপ ঠিক করল তারা পিকনিক করতে যাবে! তারা দিন-স্থান ঠিক করল এবং যথারীতি সেখানে পৌঁছাল। কিন্তু পৌঁছে তারা বুঝতে পারল যে তারা সস আনতে ভুলে গেছে। সবচেয়ে কম বয়স্ক কচ্ছপটি বলল সে বাসায় গিয়ে সস নিয়ে আসবে যদি তারা তার না ফেরা পর্যন্ত সেন্ডুউইচ না খায়। এর পর এক সপ্তাহ চলে গেল, এক মাস চলে গেল, অবশেষে এক বছর চলে গেল কিন্তু কম বয়স্ক কচ্ছপটির কোনো দেখা নেই! এর পর বাকি দুই কচ্ছপ বলল, এসো, আমরা সস ছাড়াই সেন্ডুউইচ খেয়ে নিই। হঠাৎ কম বয়স্ক কচ্ছপটি পাথরের আড়াল থেকে বেড়িয়ে এসে বলল, তোমরা যদি তা কর, তাহলে আমি সস আনতে যাব না। সংগ্রহে : আনোয়ার হোসেন ফুলতলা, কুষ্টিয়া রোগী এলো পেটে ব্যথা নিয়ে, শিক্ষানবিশ ডাক্তার নিয়ম অনুযায়ী পেটে চাপ দিয়ে দিয়ে পরীক্ষা করছেন। ডাক্তার : লাগে? রোগী : হ্যাঁ, লাগে। ডাক্তার : এখানে লাগ? রোগী : হ্যাঁ, লাগে। ডাক্তার : এইখানেও লাগে? রোগী : হ্যাঁ, লাগে। ডাক্তার : আশ্চর্য! এখন লাগে? রোগী : হুম, লাগে। ডাক্তার : (বিরক্ত হয়ে) আরে ভাই কী বলেন! সবখানেই ব্যথা লাগে? রোগী : না স্যার, ব্যথার জায়গাটা ছাড়া বাকিটুকুতে আরাম লাগে। সংগ্রহে : সালেহ আহমেদ কামাল বাজার, বিশ্বনাথ, সিলেট শিক্ষক : বলতো, পাখির দৃষ্টি শক্তি কম না বেশি? ছাত্র : খুব বেশি। শিক্ষক : তুমি কিভাবে বুঝলে? ছাত্র : কারণ, আমি কোনো পাখিকে চশমা পড়তে দেখিনি। সংগ্রহে : মো: আশিকুল ইসলাম নূর হরিমোহন স: উচ্চবিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ দুই বন্ধু সুন্দরবনে বেড়াতে গেল। হঠাৎ একটা বাঘ তাদের সামনে এসে হাজির! ১ম বন্ধু বাঘের চোখে একটা ঢিল মেরে দিল একটা দৌড় এবং ২য় বন্ধুকে বলল, দোস্ত, দৌড়ে পালা... ২য় বন্ধু : আমি পালাবো কেন? আমি কি বাঘের চোখে ঢিল মেরেছি নাকি? তুই বাঘের চোখে ঢিল মেরেছিস, তুই-ই দৌড়ে পালা!! সংগ্রহে : আহনাফ হাসান তাহমিদ গোহাইলকান্দি, ময়মনসিংহ

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ