হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো জানুয়ারি ২০১৭

এক ভদ্রলোক অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিতেই এক অন্ধ ভিক্ষুক তার গাড়ির সামনে এসে দাঁড়ালো।
ভদ্রলোক : এই তুমি কে?
ভিক্ষুক : আমি একজন ভিক্ষুক।
ভদ্রলোক : তাতো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি যে অন্ধ তা বুঝবো কী করে?
ভিক্ষুক : এইডাতো খুব সোজা, ওই যে দূরে আপনি একটা গরু দেখতেছেন, কিন্তু ওইটা আমি দেখতাছি না। এই কারণেই আমি অন্ধ।
মো: মিজানুর রহমান
পঞ্চগড়

দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : আরে কী হয়েছে মন খারাপ কেন?
২য় বন্ধু : আর বলিস না।
১ম বন্ধু : কেন কী হয়েছে?
২য় বন্ধু : আজ আমি অফিসে একটু দেরি করে এসেছি। তাই আমার অফিসের ম্যানেজার আমাকে বের করে দিয়েছেন।
১ম বন্ধু : তোর বাবাকে বল।
২য় বন্ধু : সেটাইতো সমস্যা, আমার বাবাই তো অফিসের ম্যানেজার?
মু: সাইফুর রহমান (তানভীর)
পতেঙ্গা, চট্টগ্রাম
দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : দোস্ত জানিস, আমি ২২ ইঞ্চি সাপ দেখেছি।
২য় বন্ধু : ইস! একটুর জন্য আমি সাপটা দেখতে পারিনি।
১ম বন্ধু : কারণ কী?
২য় বন্ধু : আমাদের টিভি ২১ ইঞ্চি ছিল তাই।
মো: ইসলাম তাহসান
পতেঙ্গা, চট্টগ্রাম

স্টেশনে থেমে থাকা একটি ট্রেনে দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে-
প্রথম ব্যক্তি : ভাই এটা কোন স্টেশন?
দ্বিতীয় ব্যক্তি : বাইরের দিকে কিছুক্ষণ দেখে বললেন, এটা মনে হয় রেলস্টেশন।
মো: আশরাফুল ইসলাম
মৌলভীবাজার

এক বন্ধু তার দূরের বন্ধুকে এসএমএস করল-
আমার হাতে এখন এক বোতল বিষ, এত জ্বালা আর ভালো লাগে না, জানি এটা খারাপ কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাই যাচ্ছি ইঁদুর মারতে।
মো: আবুল হোসাইন
মোসলেম উদ্দীন ডিগ্রি মহাবিদ্যালয়, হরিপুর

ডাক্তার ও রোগীর মধ্যে কথা হচ্ছে...
ডাক্তার: কী সমস্যা আপনার?
রোগী: স্যার অসুখ।
ডাক্তার: কী অসুখ?
রোগী: ‘Yes Water’
ডাক্তার: What?
রোগী: Yesঅর্থ হাঁ Water অর্থ পানি অর্থাৎ, হাঁপানি।
মো: আবু নাঈম
হাড়িভাসা, পঞ্চগড়
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ