হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো জুলাই ২০১৩

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে
১ম বন্ধু : জানিস, আমার মামার দশতলা বাড়িটার ছাদ এতো বড়, মোটর সাইকেলে ঘুরে আসতেও প্রায় ঘণ্টা পাঁচেক লাগে।
২য় বন্ধু : আরে শোন, আমার কাকার এত বড় একটা মই আছে, যা দিয়ে মাঝে মাঝে কাকা চাঁদটা পেড়ে আনে।
১ম বন্ধু : তাই নাকি! কিন্তু মইটা রাখিস কোথায়?
২য় বন্ধু : বাহ্রে! তোর মামার বাড়ির ছাদে!
সংগ্রহে : আফরিন জাহান
সরিষাবাড়ী, জামালপুর

ডাক্তার : ট্রাকে ধাক্কা খেয়ে আপনি সামান্য ব্যথা পেয়েছেন আর এখন তো আপনি সুস্থ। তার পরও কাঁদছেন কেন?
রোগী : আমি কি শুধু শুধুই কাঁদছি ডাক্তার সাহেব, আমি যে ট্রাকে ধাক্কা খাই ঐ ট্রাকে লেখা ছিলÑ আবার দেখা হবে!
সংগ্রহে : ইসমাইল হোসেন
বেলকুচি, সিরাজগঞ্জ

দুই বন্ধুর মাঝে কথা হচ্ছেÑ
১ম বন্ধু : দোস্ত আমাদের টিউবওয়েলে পানি উঠছে না।
২য় বন্ধু : যদি পানি না ওঠে তাহলে তো তোদের টিউবওয়েল পানিশূন্যতাই ভুগছে।
১ম বন্ধু : দোস্ত, এখন আমি কী করবো বলতো?
২য় বন্ধু : আরে বুঝলি না, বাজার থেকে টেস্টি স্যালাইন এনে খাইয়ে দে। দেখবি তাহলে পানিশূন্যতা একেবারেই কেটে যাবে।
সংগ্রহে : ওবায়দুল্লাহ
বাঘারপাড়া, যশোর
গল্পের ফাঁকে হঠাৎ এক বন্ধু আরেক বন্ধুকে বলছেÑ
১ম বন্ধু : আচ্ছা দোতÍ বলতো, সমুদেঝর মাঝখানে একটা গাছ আছে। সেই গাছে একটা ফলও ধরেছে। এখন তুই কিভাবে ফলটা আনবি?
২য় বন্ধু : এ আবার এমন কি কঠিন! আমি পাখি হয়ে উড়ে যাব। তারপর ফলটাপেড়ে নিয়ে আসব।
১ম বন্ধু : (রেগে গিয়ে) তা তুই পাখি হবি কী করে, ফনি?
২য় বন্ধু : (হেসে) সমুদেঝর মাঝখানে গাছ হতে পারলে আমি কেন পাখি হতে পারব না?
সংগ্রহে : নাজিম মো: হায়দার শান্ত
ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়।

রেলওয়েতে চাকরির ইন্টারভিউ চলছে। একটি চটপটে ছেলেকে সবার পছন্দ হলো। তবে চেয়ারম্যান তাকে একটু বাজিয়ে নিতে চাইলেন।
চেয়ারম্যান : ধরো, একটা দঝপতগামী টেঝন আসছে। হঠাৎ দেখলে লাইন ভাঙা। টেঝনটা থামানো দরকার। তখন কী করবে তুমি?
ছেলে : লাল নিশান ওড়াবো।
চেয়ারম্যান : যদি রাত হয়?
ছেলে : লাল আলো দেখাবো।
চেয়ারম্যান : লাল আলো যদি না থাকে?
ছেলে : তাহলে আমার ছোট ভাইকে ডাকবো...
চেয়ারম্যান : ছোট ভাইকে! তোমার ছোট ভাই এসে কী করবে?
ছেলে : কিছু করবে না। ওর অনেকদিনের শখ একটা টেঝন অ্যাক্সিডেন্ট দেখার
সংগ্রহে : তোফাষল হোসেন
চটীপাশা সরকারি উচ্চবিদ্যালয়, মোমেনশাহী
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ