হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো এপ্রিল ২০১৩

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে ১ম বন্ধু : খুব একটা সমস্যায় পড়েছি। ২য় বন্ধু : কিসের সমস্যা? ১ম বন্ধু : কিশোরকণ্ঠে লেখা পাঠাবো কিন্তু ঠিকানা খুঁজে পাচ্ছি না। ২য় বন্ধু : তাহলে তুই কিশোরকণ্ঠের কাছে চিঠি লিখে ঠিকানা চাইলে তোকে ঠিকানা জানিয়ে দেবে। সংগ্রহে : শাকিল মাহমুদ শান্তিনগর, ঢাকা এক কারখানায় জনৈক শ্রমিক কাজ করতে গেলে হঠাৎ তার বাম হাত কেটে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার আত্মীয়স্বজনরা হাসপাতালে দেখতে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার ভাগ্য খুব ভালো, তোমার ডান হাত কাটেনি,  বাম হাত কেটেছে। তখন অসুস্থ শ্রমিক কাঁতরাতে কাঁতরাতে বলতে লাগল, আমার বুদ্ধি আছে না? যে-ই দেখলাম ডান হাত কেটে যাচ্ছে, অমনি ডান হাত বের করে বাম হাত ঢুকিয়ে দিলাম। সংগ্রহে : উবায়দুল্লাহ ছলিম নারাইনপুর, গাছবাড়ী, সিলেট শিক্ষক : বলতো, যদি টেবিলে পাঁচটা মাছি থাকে আর একটা মেরে ফেলা হয়, তাহলে আর ক’টা থাকবে? ছাত্র : একটা থাকবে স্যার। শিক্ষক : (অবাক হয়ে) একটা থাকবে কিভাবে? ছাত্র : স্যার, সবগুলো উড়ে যাবে শুধু মরা মাছিটা পড়ে থাকবে। সংগ্রহে : মো: সাআদ উদ্দীন দক্ষিণ সুরমা, সিলেট শ্রেণিকক্ষে শিক্ষক ছাত্রদের গরুসহ একটি মাঠের ছবি আঁকতে বললেন। কিন্তু এক ছাত্রকে খাতা খুলে বসে থাকতে দেখে শিক্ষক রেগে গিয়ে বললেনÑ শিক্ষক : এই ছেলে, ছবি আঁকছো না কেন? ছাত্র : (সাদা পৃষ্ঠা দেখিয়ে) এইতো এঁকেছি। শিক্ষক : এখানে ঘাস কোথায়? ছাত্র : স্যার, ঘাস গরু খেয়ে ফেলেছে। শিক্ষক : গরু কোথায়? ছাত্র : গরু ঘাস খেয়ে চলে গেছে। সংগ্রহে : ইমরান খান খাতুনগঞ্জ চট্টগ্রাম ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথনÑ ডাক্তার : আমার দেয়া প্রেসক্রিপশন ফলো করেছেন তো? রোগী : না। ডাক্তার : কেন? রোগী : আপনার দেয়া প্রেসক্রিপশন ফলো করলে মারা যেতাম। ডাক্তার : কেন? রোগী : প্রেসক্রিপশনটা চারতলা থেকে পড়ে যায়। বুঝুন তাহলে! সংগ্রহে : কাইছার হাকিম, পতেঙ্গা ছেলে : ব্যাট-বল কেনার টাকা  দেবে কি না বল, না হয় আমি তৃতীয় তলা থেকে লাফ দিচ্ছি। মা : খবরদার ঐ রাস্তায় লাফ দিস্নে, ওখানে তোর আব্বু আছে, দেখলে একদম মেরে ফেলবে! সংগ্রহে : মো: ছায়েম, নোয়াখালী দিপু : বলতো সুমন, চিড়িয়াখানায় বাঘ কী খায়? সুমন : চিড়া খায়, ভাইয়া। দিপু : (রেগে গিয়ে) গর্দভ কোথাকার! সুমন : এটা তো সহজ, আফ্রিকার। দিপু : (আরো রেগে গিয়ে) তোমার মাথায় কি আদৌ কিছু আছে? সুমন : জ্বি ভাইয়া, চুল। সংগ্রহে : মো: জিহাদ গফরগাঁও, ময়মনসিংহ

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ