হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো জুলাই ২০১৯

তিনটি ইঁদুর নিজেদের বীরত্বের গল্প করছে-
প্রথম ইঁদুর : জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছি অথচ আমার কিছুই হয়নি।
দ্বিতীয় ইঁদুর : আরে! ওইটা তো কোনো ব্যাপারই না। কিছুদিন আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিলাম। ফাঁদটা ভেঙে বেরিয়ে এসেছি।
তৃতীয় ইঁদুর : তোরা গল্প কর, আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে।
হান্নান উদ্দিন 
তনবীর পাড়া, লোহাগাড়া, আমিরাবাদ

দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
প্রথম বন্ধু : কিরে দোস্ত, তুই না বললি বাজারে যাবি?
দ্বিতীয় বন্ধু : হ্যাঁ।
প্রথম বন্ধু : তাহলে এখানে কেন?
দ্বিতীয় বন্ধু : দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, দাম আকাশে উঠে গেছে। যাই বাসা থেকে মই নিয়ে আসি।
মো. নাইমুল হাসান
আমিশাপাড়া, সোনাইমুড়ি, নোয়াখালী

দুই বন্ধুর মধ্যে গল্প হচ্ছে- 
১ম বন্ধু : দোস্ত আমার অফিসে কর্মচারীরা দেরি করে আসে। আর তোর কর্মচারীরা নাকি সময়মত আসার জন্য হুড়াহুড়ি পড়ে যায়। এর রহস্যটা কী দোস্ত? 
২য় বন্ধু : রহস্য আর কী! আমি বুদ্ধি কইরা অফিসে একটা চেয়ার কম রেখেছি। যে দেরি করে আসে, তাকে সারাদিন দাঁড়িয়ে অফিস করতে হয়।
মো: তসলিম হোসেন
কলেজ রোড, রামগতি, লক্ষ্মীপুর

দুই বন্ধুর মাঝে আলাপ হচ্ছে-
১ম বন্ধু : জানিস আমি চোখ বন্ধ করলে একটা কালার দেখতে পাই।
২য় বন্ধু : সেকি কিভাবে? আমি তো কিছুই দেখতে পাই না। তা কী কালার দেখতে পাস?
১ম বন্ধু : কেন কালো কালার।
খাদিজাতুল কোবরা উমামা
খোকসাবাড়ি, এনায়েতপুর, সিরাজগঞ্জ

ঝড়ের দিনে দুই বন্ধুর মধ্যে আলাপন-
১ম বন্ধু : জানিস, কাল রাতে আমাদের বাড়ির ওপর দিয়ে প্রবল ঝড় বয়ে গেছে।
২য় বন্ধু : তাতে তোদের বাড়ির কি কোনো ক্ষতি হয়েছে?
১ম বন্ধু : কী করে বুঝবো?
২য় বন্ধু : কেন?
১ম বন্ধু : বাড়ি তো ঝড়ে উড়ে গেছে, এখনো খুঁজে পাইনি।
মেহেদি হাসান
রায়পুর, লক্ষ্মীপুর

শ্রেণিকক্ষে ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে-
শিক্ষক : বলতো ‘যে গেলো সে গেলো, আর ফিরে এলো না’-এর ইংলিশ কী?
ছাত্র : হি ইজ গোয়িং, এমনভাবে গোয়িং, আর কোন দিন নট কামিং।
শিক্ষক : বোকা, আচ্ছা বলতো ‘আমি তোমাকে চিনি’-এর ইংলিশ কী?
ছাত্র : এটার ইংলিশ I am sugar you.
মো: আব্দুল বাসিত
বড়দেশ, কানাইঘাট, সিলেট
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ