স্বপ্ন চূড়ার পথে...

স্বপ্ন চূড়ার পথে...

ফিচার ফেব্রুয়ারি ২০১৪

Medhaদেশের মিডিয়া অঙ্গনে বর্তমান তরুণ প্রজন্মের সরব উপস্থিতি আমাদের মিডিয়া জগৎকে করেছে আরো সমৃদ্ধ। সংবাদমাধ্যমে এনেছে সম্ভাবনার নতুন ছোঁয়া। আর তাই গণমাধ্যমে শক্তিশালী বিশ্বে কয়েকটি দেশের কাতারে এখন বাংলাদেশও একটি। আর এবার সেই স্বীকৃতির স্বাক্ষর রাখল কিশোর সাংবাদিক আব্দুল হাদী আল-হেলালী। দিগন্ত টেলিভিশনের শিশু-কিশোরদের সংবাদ দুরন্ত খবরের রিপোর্টার এই কিশোর দেশজুড়ে সীমান্তে শিশুদের মাদক চোরাচালানের দুর্লভ চিত্রপট তুলে আনে টেলিভিশনের পর্দায়, যা দেশের গণমাধ্যমে আলোচনার ঝড় তোলে। আর এরই হাত ধরে দেশের সব টেলিভিশনের বাছাইকৃত ১৮০টি প্রতিবেদনকে পেছনে ফেলে অর্জন করে জাতিসংঘের ইউনিসেফ কর্তৃক প্রদত্ত দেশের সর্বোচ্চ মিডিয়া সম্মাননা ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৩’। রাজধানীর হোটেল রূপসী বাংলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতিসংঘের শুভেচ্ছা দূত ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ড. প্যাসকেল ভিলেনিউভ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থেকে তুলে দেন এ আন্তর্জাতিক সম্মাননা। মাদক নিয়ে এমন অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদন এই কিশোর সাংবাদিকের হাত ধরেই প্রথম উঠে আসে বাংলাদেশের সংবাদমাধ্যমে। যে মাদকের ভয়াল গ্রাসে আজকের তরুণ প্রজন্ম সামাজিক অবক্ষয়ের পথে, সেই মাদক বাংলাদেশে ঢোকার প্রধান প্রধান দ্বারগুলো উন্মোচিত করে তুলে ধরেছে দেশের নীতিনির্ধারকদের সামনে। প্রতিবেদন তৈরিতে বিএসএফ-এর বন্দুকের নল আর রক্তচক্ষু, কখনো বা মাদক চোরাচালানকারী চক্রের নানা হুমকি উপেক্ষা করে ছুটে বেড়িয়েছে দেশের বৃহত্তম ৩টি স্থলবন্দরসংলগ্ন সীমান্তে। উঠে এসেছে মাদক চোরাচালানের সাথে শিশু-কিশোরদের স¤পৃক্ততার ভয়াবহ রূপ। শুধুমাত্র মাদক নয়, টেলিভিশন সাংবাদিকতায় দীর্ঘ প্রায় চার বছর শিশু-কিশোরদের মুখপাত্র হয়ে দেশের আনাচে কানাচে ছুটে বেড়িয়েছে সাহসী এই কিশোর। যেখানেই শিশু অধিকার বাস্তবায়নে অসঙ্গতি ধরা পড়েছে সেখানেই ক্যামেরা হাতে দাঁড়িয়েছে এই কিশোর সাংবাদিক। তার বেশ কিছু প্রতিবেদন গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। এর মধ্যে অন্যতমÑ শরীয়তপুরে পর পর দুই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ, ভেদরগঞ্জের পঞ্চাশ বছর ধরে স্কুলশূন্য ১২টি গ্রামের প্রতিবেদন প্রচারের পর স্কুলনির্মাণ, দেশজুড়ে সরকারি এতিমখানাগুলোর সীমাহীন দুর্নীতি ও শিশুদের ওপর নির্যাতনের করুণ চিত্র, দেশের বেদে জনগোষ্ঠীর শিশুদের প্রতি রাষ্ট্রীয় বৈষম্যসহ নানা প্রতিবেদন। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এই কিশোর সংবাদকর্মী এরই মধ্যে অর্জন করেছে আরো কিছু পদক। এর মধ্যে দিগন্ত টেলিভিশনের ২০১১ সালের ‘বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড’ ও বাংলাদেশ চিলড্রেন টেলিভিশন রিপোরটারস অ্যাসোসিয়েশন প্রদত্ত সালের জাতীয় পুরস্কার ‘এন্ট্রি ড্রাগস্থঅ্যাওয়ার্ড ২০১২’ উল্লেখযোগ্য। আর তাই স্বপ্ন চূড়ার পথে বস্তুনিষ্ঠতার সাথে জাতির বিবেকের প্রতিচ্ছবি হয়ে থাকতে চায় সম্ভাবনাময় এই কিশোর।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ