সোনার হরফে লেখা নাম

সোনার হরফে লেখা নাম

ছড়া-কবিতা নাসিরুদ্দীন তুসী ফেব্রুয়ারি ২০২৪

তোমায় দেবো ভোরের আকাশ,

কী যেন ভাই নাম?

মনে আছে ভাষার শহীদ 

তুমিই সে সালাম।

কী প্রয়োজন আকাশ তোমার, 

কী প্রয়োজন ভোর?

তুমিই তো ভাই এনে দিলে 

নবান্ন আলোর।


মুক্তো মানিক আনতে গেল

সাত সাগরের পাড়,

সেই ছেলেটার নাম যেন কী?

নাম হলো জব্বার। 

রফিক, শফি কোথায় দু’জন 

হারিয়ে গেছে না কি?

কই হারাবে ওরা যে ভাই 

ঘুম জাগানো পাখি।


রোজ সকালে শিউলি ঝরে 

বিছায় ফুলের পথ,

ফুল কুড়াতে আসবে না কি 

সেই ছেলে বরকত?

কী প্রয়োজন সকাল ওদের,  

কী প্রয়োজন ফুল,

ওরাই আমার বাংলাভাষার 

ছন্দ যে নির্ভুল।


রফিক, শফিক, বরকত আর 

জব্বার ও সালাম,

সোনার হরফ দিয়ে লেখা 

রইবে তাদের নাম।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ