শ্রেষ্ঠ মানুষের সন্ধান করতে হবে - মুস্তাফা জামান আব্বাসী

শ্রেষ্ঠ মানুষের সন্ধান করতে হবে - মুস্তাফা জামান আব্বাসী

মুখোমুখি এপ্রিল ২০১৬

বাংলাদেশের সঙ্গীতজগতে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, বিশিষ্ট কণ্ঠশিল্পী, সঙ্গীত ইতিহাসের গর্ব-হ্যাঁ, তিনি জীবন্ত কিংবদন্তি মুস্তাফা জামান আব্বাসী। বাংলাদেশের ভাওয়াইয়া গানের সম্রাট, মরমি কণ্ঠশিল্পী ও সুরস্রষ্টা আব্বাস উদ্দিন আহমেদ তাঁর পিতা।
বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই ভাটিয়ালি, জারি, সারি, দেহতত্ত্ব, ভাওয়াইয়া, মারফতি, মুর্শিদি ইত্যাদি বাংলা প্রাচীন লোকসঙ্গীতকে ব্যাপকভাবে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও পৃথিবীর ২৫টি দেশে ভাটিয়ালি-বিচ্ছেদি-ভাওয়াইয়া-চটকা-নজরুলগীতি পরিবেশন করে খ্যাতি অর্জন করেছেন তিনি। কবি-লেখক, গবেষক ও শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর প্রায় ৫০টি গ্রন্থ পাঠকনন্দিত। গান করছেন প্রায় পাঁচ যুগ ধরে। পেয়েছেন একুশে পদকসহ অনেক পুরস্কার।
বন্ধুরা, ‘মুখোমুখি’ এপ্রিল ২০১৬ সংখ্যায় তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী।

প্রশ্ন : আপনি আগামীতে কেমন তরুণ প্রজন্ম দেখতে চান?
মো: আলাউদ্দিন, নাঙ্গলকোট, কুমিল্লা
মুস্তাফা জামান আব্বাসী : এমন তরুণ প্রজন্ম যারা হবে শতকরা একশভাগ বাঙালি এবং একশভাগ মুসলমান, যেমনটি শেরেবাংলা ফজলুল হক চেয়েছিলেন। আরও চাই- সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুত উদার দৃষ্টিসম্পন্ন মানুষ।
প্রশ্ন : স্যার, আপনার জীবনে এমন কি কোনো বিষয় ছিল যা আপনি খুব বেশি চেয়েছিলেন কিন্তু পাননি?
মাহাবুল আলম শান্ত
পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া
মুস্তাফা জামান আব্বাসী : চেয়ে চলেছি প্রভুর সান্নিধ্য- প্রভুর সন্তুষ্টি। শুধু আলো-ছায়ায় তাকে পাই।
প্রশ্ন : কিভাবে সঙ্গীতজগতে এলেন? ছোটবেলায় আপনার কী হওয়ার ইচ্ছে ছিল? কত দূর হতে পেরেছেন?
মো: শাহজালাল ইবনে জিহাদী
তেঁতুলিয়া, পঞ্চগড়
মুস্তাফা জামান আব্বাসী : সঙ্গীতপরিবারেই ছিলাম, আসতে হয়নি। ইচ্ছে ছিল ভালো মানুষ হওয়ার। চেষ্টা করে চলেছি।
প্রশ্ন : আমি মানুষের সাথে খুব সহজে মিশতে পারি না, যাতে সহজে মিশতে পারি এ জন্য আমাকে কী করতে হবে?
আসাদ হোসেন, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
মুস্তাফা জামান আব্বাসী : সুন্দর প্রশ্ন! অনেকে মিশতে পারে না, অনেকে পারে। যারা পারে তারা ধন্য। জোর করে হবে না। অল্প অল্প করে চেষ্টা করতে হবে। সাধারণ মানুষই ভালো। গরিব মানুষের সঙ্গে ঠেস দিয়ে বসে থাকতেন আমাদের নবী (সা)। তাঁকে জিজ্ঞেস করা হলো- কেন এমনটি করেন। উনি বললেন, ওরাই সবার আগে বেহেশতে যাবে।
প্রশ্ন : ছাত্রজীবনে নৈতিক শিক্ষার গুরুত্ব আপনি কিভাবে দেখেন?
মো: শহিদুজ্জামান, কালীগঞ্জ, ঝিনাইদহ
মুস্তাফা জামান আব্বাসী : মনে করি বাবা-মার কর্তব্য হলো নিজ ছেলেমেয়েদেরকে সত্য-মিথ্যার জ্ঞান দেয়া, বড়লোকি পরিহার করা, বড়লোক না হওয়ার শিক্ষা দেয়া, যেন ভালো মানুষ হতে পারে তার শিক্ষা দেয়া, টাকা-পয়সার দিকে খেয়ালের ফলাফল ভালো হবে না। কুরআন-হাদিস শিক্ষা অপরিহার্য। যে বাবা-মা শেখাবেন না, তারা দায়ী থাকবেন কেয়ামত পর্যন্ত।
প্রশ্ন : কিভাবে একজন মানুষের মতো মানুষ হতে পারব?
রাকিবুল ইসলাম, গফরগাঁও, ময়মনসিংহ
মুস্তাফা জামান আব্বাসী : মানুষ হতে হলে প্রয়োজন হবে শ্রেষ্ঠ মানুষের সন্ধান। তিনি আমাদের নবী (সা), শিক্ষাব্যবস্থায় তিনি অনুপস্থিত। কোথাও নেই, না স্কুল, না কলেজ, না বিশ্ববিদ্যালয়ে। শিক্ষাব্যবস্থায় বিরাট গলদ। এ নিয়ে অনেক বলেছি। কোনো ফল হয়নি। সমাজের বিশৃঙ্খলা প্রত্যক্ষ করছি। ছেলেমেয়েদের সামনে রয়েছে অনেক ছবি, যার অধিকাংশই আদর্শহীন বলে আমার কাছে মনে হয়। জীবনের লক্ষ্য হলো প্রতি মুহূর্তে নিজকে পবিত্র করা। এই শিক্ষা আমাদের শিক্ষাব্যবস্থায় যেন সুদূর পরাহত। শিক্ষকদেরও জানা নেই তারা ছাত্রছাত্রীদের কী দিয়ে যাবেন, কয়েকটি বইয়ের মুখস্থ সংলাপ ছাড়া। এ দিয়ে জীবনের প্রয়োজন মেটানো যাবে কি? তোমরা এগিয়ে এসো, তোমাদেরই করতে হবে সবকিছু। সেই সাহস আছে তো?
প্রশ্ন : সুস্থ সংস্কৃতির বিকাশে বর্তমান যুগের আধুনিক সঙ্গীতগুলোর ভূমিকা কতটুকু বলে আপনি মনে করেন?
মু: আবু নাঈম
প্রান্ত সাংস্কৃতিক সংসদ, হাড়িভাসা, পঞ্চগড়
মুস্তাফা জামান আব্বাসী : আধুনিক সঙ্গীত বলতে বিকট শব্দের সঙ্গীত যদি হয়ে থাকে, তা হলে তা আমার মতে অসুস্থতাকেই ডেকে আনবে। এর থেকে বেঁচে থাকা উত্তম।
প্রশ্ন : কাল্পনিক কোনো উপন্যাস বা সিরিজ লেখতে হলে ব্যাপক সৃজনশীল ক্ষমতা ও কল্পনাশক্তির প্রয়োজন। এ দুটো বাড়ানোর উপায় কী বলে আপনি মনে করেন?
পারভেজ হোসেন মোল্লা
কড়াইয়া, কচুয়া, চাঁদপুর
মুস্তাফা জামান আব্বাসী : কাল্পনিক উপন্যাসের প্রয়োজন কী? ভালো ভালো উপন্যাস যা লেখা হয়েছে, তা কেউ পড়ে দেখেনি। পড়লে উপকৃত হবে, যেমন আমি পুরান উপন্যাসগুলো পড়ছি, আর অবাক হচ্ছি যে পূর্বতন লেখকদের পর্যবেক্ষণ ও অন্তর্দৃষ্টি এত ব্যাপক যে তা থেকে আমরা উপকৃত না হয়ে পারি না। ধরা যাক, বিভূতি ভূষণের ‘আরণ্যক’-এর কথা। সেখানে পাই প্রকৃতি মানুষের চোখ কিভাবে খুলে দেয়, তার বর্ণনা। আরো পাই অল্প একটু ভাতের জন্য মানুষের কী হাহাকার। প্রকৃতি চিনব না, মানুষের মনের হাহাকার বুঝতে অক্ষম হবো, তা হলে নতুন সৃষ্টি কিভাবে হবে? উদাহরণ অনেক দেয়া যায়। শুধু এইটুকু বলব যে, শ্রেষ্ঠ বইগুলো কিনুন, বারবার পড়–ন, কিছু আত্মস্থ করার চেষ্টা করুন, তা হলে হয়ত লেখক হতে পারবেন।
প্রশ্ন : আপনি কবে কথায় জন্মগ্রহণ করেছেন এবং আপনার শিক্ষাজীবন কতদূর পর্যন্ত?
মো: আসাদুজ্জামান
মসজিদ মিশন অ্যাকাডেমি, রাজশাহী
মুস্তাফা জামান আব্বাসী : বলরামপুর, কুচবিহার ৮ ডিসেম্বর, ১৯৩৭। এমএ।
প্রশ্ন : একটি সুন্দর জাতিগঠনে তরুণসমাজের প্রতি আপনার পরামর্শ কী?
মোহাম্মদ রিয়াজ উদ্দীন (রিয়াজ)
সাতকানিয়া সরকারি কলেজ
মুস্তাফা জামান আব্বাসী : সত্যের প্রতি নিষ্ঠা। আল্লাহ্কে চেনা। রাসূল (সা)-কে চেনা এবং সেই পথে চলা।
প্রশ্ন : আপনার জীবনে এত সাফল্য পাওয়ার পেছনে মূল বা মুখ্য ভূমিকা কী ছিল?
রাকিবুল হাসান সুপ্ত
উত্তরণ সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ
মুস্তাফা জামান আব্বাসী : আলহামদুলিল্লাহ্। বাবা-মার প্রেরণা। রাসূল (সা)-এর আদর্শ। কাজী নজরুল ইসলামের গান।
প্রশ্ন : আমি একজন বড় রাজনীতিবিদ ও বক্তা হতে চাইÑ এ জন্য আমাকে কী করতে হবে?
মু. ইমরান হোসাইন
কালিয়াকৈর, গাজীপুর
মুস্তাফা জামান আব্বাসী : ভালো কথা। চেষ্টা করুন যেন সত্যকে চিনতে পারেন। তা না হলে রাজনীতিবিদ বা বক্তা হয়ে লাভ নেই।
প্রশ্ন : কিভাবে সেরাদের সেরা হওয়া যায়? ছাত্রদের জন্য আপনার উপদেশ কী?
মো: তারিকুজ্জামান তারিক
শ্রীপুর, হরিণাকুন্ডু, ঝিনাইদহ
মুস্তাফা জামান আব্বাসী : সেরাদের সেরা হয়ে লাভ নেই। সাধারণ থাকুন। সাধারণ ছাত্র, সাধারণ নামাজি, সাধারণ মসজিদে যাতায়াতকারী, সাধারণ কুরআন পাঠকারী। আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য হলে তিনিই আপনাকে টেনে তুলবেন। আর কাউকে প্রয়োজন হবে না।
প্রশ্ন : আপনি ছাত্রজীবনে কী পরিমাণ অধ্যয়ন করতেন?
আমিনা আক্তার
ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর
মুস্তাফা জামান আব্বাসী : চার-পাঁচ ঘণ্টা পাঠ্যবই, তিন-চার ঘণ্টা বাইরের বই, দুই-তিন ঘণ্টা গান-খেলাধুলা।
প্রশ্ন : আদর্শ পৃথিবী গড়ার প্রধান হাতিয়ার কী কী?
ইশতিয়াক আহমদ শামীম
আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ
মুস্তাফা জামান আব্বাসী : প্রথম হাতিয়ার- কুরআন শরিফ। দ্বিতীয় হাতিয়ার- কুরআন শরিফ। তৃতীয় হাতিয়ার- কুরআন শরিফ।
প্রশ্ন : একটি সুন্দর সমাজগঠনে কিশোরকণ্ঠ কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন?
আবু ছায়েম ভুঁইয়া সৌরভ
লাকসাম, কুমিল্লা
মুস্তাফা জামান আব্বাসী : যদি ‘কিশোরকণ্ঠ’ আদর্শ পত্রিকা বলে বিবেচিত হতে চায় তা হলে জ্ঞান-বিজ্ঞানের আরো অনাবিষ্কৃত তথ্য এতে সংযুক্ত হতে পারে। আমেরিকায় গিয়ে পেলাম লাইব্রেরিতে বসে কয়েক শ’ ছেলেমেয়ে শুধু বই পড়ছে। কী বই? বইগুলো ‘ব্রেইন’ সংক্রান্ত। অবাক হয়ে গেলাম। আমি একটি নিয়ে বসলাম। দু’-তিন ঘণ্টা সময় অনায়াসে পেরিয়ে গেল। ‘ব্রেইন’-এই সব, সেই দাবার গুঁটিটি কিভাবে চালাবেন সেইটিই শেখার বিষয়। আমি জানি। কুরআন এই ‘ব্রেইন’-কে সঠিক রাস্তায় চলতে সাহায্য করতে পারে। সা’ল তুশ্তারি বলেছেন : যে আমাদের ‘আল ওয়ারিদ’ অর্থাৎ ৩৪০টি শিরা উপ-শিরায় রয়েছে ফেরেশ্তা। ‘ব্রেইন’ অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। অল্প একটু বললাম।
প্রশ্ন : আপনার স্কুলজীবনের একটি স্মরণীয় ঘটনা বলুন?
মনিরুল কাজী
গয়াল ভাথান, নড়াইল
মুস্তাফা জামান আব্বাসী : স্কুলজীবনের অনেক কথা। বড়লোকের ছেলেরা বড় টিফিন ক্যারিয়ারে নানা খাবার খেত টিফিনের সময়। আমার দু’টি পয়সায়, আমড়া কিনে খেতাম, তার স্বাদ এখনো মুখে লেগে আছে।
প্রশ্ন : আমি কবি এবং লেখক হতে চাই- আমাকে কিছু উপদেশ দিন?
রাসেল
মুরাদনগর, কুমিল্লা
মুস্তাফা জামান আব্বাসী : কবিরাই শ্রেষ্ঠ। লেখকরাও। সত্যকে জানুন এবং উপলব্ধি করুন। তারপর লিখুন।
প্রশ্ন : আমাদের দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য কী?
তানিয়া, মুলাদি, বরিশাল
মুস্তাফা জামান আব্বাসী : শিক্ষাব্যবস্থা দিন দিন ভালো হচ্ছে। যদি সুযোগ পেতাম তা হলে সবার দ্বারে দ্বারে ভিক্ষুকের মতো কুরআনের শিক্ষা নিয়ে হাজির হতাম।
প্রশ্ন : জাতিসত্তার জাগরণে কোন ধরনের গান বেশি প্রয়োজন?
আনোয়ার হোসেন
কবি নজরুল কলেজ, ঢাকা
মুস্তাফা জামান আব্বাসী : সবচেয়ে প্রয়োজন বাঙালি হিসেবে যা অর্জন করেছি তার মূল্যায়ন। আমাদের সংস্কৃতির মূল চালিকাশক্তি হলো পৃথিবীর মধ্যে এমন একটি ভ্রাতৃত্ব ও সাম্যের প্রতিষ্ঠা করা, যা ছিল রাসূল (সা)-এর আদর্শ। পরস্পর পরস্পরের প্রতি বিদ্বেষ আমাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করবে।
প্রশ্ন : অনুবাদক ও প্রাবন্ধিক হতে হলে একজন ছাত্রের কী করা উচিত?
নাম প্রকাশে অনিচ্ছুক
মুস্তাফা জামান আব্বাসী : ভালো ভালো বই পড়তে হবে। নিজের লাইব্রেরি গড়ে তুলতে হবে। ভাষা শিখতে হবে, যেমন এখন কেউ ফারসি শিখতে চান না। সবচেয়ে সুন্দর বইগুলো ঐ ভাষাতেই। জাপানি ভাষা শিখতে চান না, আধুনিক যা কিছু জ্ঞান-বিজ্ঞান সব ঐ ভাষাতেই। সৈয়দ মুজতবা আলী আঠারটি ভাষা জানতেন। আমাদের প্রাবন্ধিকরা কয়টা ভাষা শিখেছেন, তা জানতে ইচ্ছে করে।
প্রশ্ন : নিজ জীবন নিয়ে কবিতা বানাতে চাই, পারব কি?
অমি বিন ইয়ামিন
মুস্তাফা জামান আব্বাসী : ভালো কথা। চেষ্টা করে দেখুন।
প্রশ্ন : আমি একজন কবি হতে চাই, এ জন্য আমাকে কী করতে হবে?
বেল্লাল হোসাইন, চাটখিল, নোয়াখালী
মুস্তাফা জামান আব্বাসী : প্রকৃতিকে ভালোবাসুন। মানুষকে ভালোবাসুন।
প্রশ্ন : বর্তমানে মুক্তমন, স্বাধীন-মুক্তি বা অন্য কোন নামে যেভাবে অপসংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে, নতুন প্রজন্ম হুমকির দ্বারপ্রান্তে, এই অবস্থায় ছাত্রসমাজ নিয়ে আপনার অভিমত কী?
রহিমা আক্তার, ঢাকা
মুস্তাফা জামান আব্বাসী : মুক্তমন মানে আল্লাহ্মুক্ত মন। ওরা দোজখে যাবে। যারা আল্লাহ্কে অস্বীকার করেছে, তারা শয়তানের দোসর। ওদেরকে পরিহার করুন। অপসংস্কৃতি রোধের প্রথম বার্তা আল্লাহ্র সঙ্গে আরো সংশ্লিষ্ট হন। ওরা পারবে না, ওরা হেরে যাবে। আল্লাহ্ অনেক বেশি শক্তিশালী। অনেক মুক্তমনের সঙ্গে রোজ দেখা হয়। ভাবি, ওরা আমার চেয়ে অনেক ভালো আছে। প্রভাব-প্রতিপত্তি, টাকা-পয়সা, মান-সম্মান ওরা আমার অনেক ওপরে। কিন্তু আমার সম্বল একজন, তিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান। এক সেকেন্ডে সব উল্টে-পাল্টে যেতে পারে।
প্রশ্ন : বর্তমান শিশু-কিশোরদের নিয়ে আপনার ভাবনা কী?
শাহাদাত হুসাইন
সোনাইমুড়ি, নোয়াখালী
মুস্তাফা জামান আব্বাসী : কুরআন ও হাদিসকে সামনে নিয়ে আসা।
প্রশ্ন : বাংলাদেশের সাহিত্য অঙ্গন শিশু-কিশোরবান্ধব মনে করেন কি না?
রাফি
মুস্তাফা জামান আব্বাসী : না।
প্রশ্ন : আপনার স্কুলজীবনের কোনো মজার স্মৃতির কথা বলুন।
নাফিউল ইসলাম, শাজাহানপুর, বগুড়া
মুস্তাফা জামান আব্বাসী : আমার লেখা ‘জীবন নদীর উজানে’ পড়ার অনুরোধ রইল। সর্বশেষ ‘আব্বাসউদ্দিন মানুষ ও শিল্পী’ (৬৫০ পৃষ্ঠা)। কিনুন ও পড়–ন। সবকিছু ইন্টারভিউয়ে লেখা সম্ভব নয়।
প্রশ্ন : আপনি ছোটবেলায় কী হওয়ার স্বপ্ন দেখতেন? আগামীতে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান?
সাইফুল্লাহ হাসান, জুড়ি, মৌলভীবাজার
মুস্তাফা জামান আব্বাসী : ছোটবেলার স্বপ্ন সফল হয়নি। যে বাংলার স্বপ্ন আমাদের চোখে তা এখনো অনেক দূরে। ভ্রাতৃত্ব ও সাম্যের ভিত্তিতে সম্পদের পূর্ণবন্টন। এখানে সবাই দু’মুঠো খেয়ে পরে বাঁচবেন। কেউ কারো ওপরে সরদারি করতে পারবে না।
প্রশ্ন : পড়ালেখায় আগ্রহ বাড়ানোর ব্যাপারে আপনার পরামর্শ কী?
আল আমিন ইসলাম
খানসামা, দিনাজপুর
মুস্তাফা জামান আব্বাসী : আগ্রহ বাড়াতে হলে স্বাস্থ্যের প্রয়োজন, ভালো ঘুম, ভালো লেখাপড়া এবং ভালো ছেলেমেয়েদের সঙ্গে সংসর্গ। ‘ছাত্রানাম অধ্যায়ানাম তপঃ’।
প্রশ্ন : বর্তমানে আপনি কোন কাজটি করতে সবচেয়ে বেশি মজা পান?
ইয়াছিন আরাফাত অমি
হাতিয়া, নোয়াখালী
মুস্তাফা জামান আব্বাসী : ভালো লাগে লিখতে।
প্রশ্ন : বর্তমানে আপনার সময় কাটে কিভাবে?
আরিফ বিল্লাহ, শ্রীবরদী, শেরপুর
মুস্তাফা জামান আব্বাসী : কুরআন পড়ে, নামাজ পড়ে, লিখে, গান গেয়ে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ