শীতের জামা

শীতের জামা

কবিতা আশরাফ আল দীন জানুয়ারি ২০২৪

বিদেশে যার থাকে মামা,

তার কেবলই নতুন জামা

গিফট পেয়ে যায় যখন তখন!

আমারও সেই একই গল্প; বলবো এখন?


শোন তবে, এক ফোঁটাও ফুটানি না।

মামা আমার শীতের দেশে থাকেন কি না!

তাই তো তিনি গতবার যে দেশে এলেন,

জম্পেশ এক ভারী জ্যাকেট হাতে দিলেন।

আনন্দে তো আমার যেন জীবন যাবে!

শীতের জামা দেখেই এবার শীত পালাবে।

আমার যেন তর সয় না, শীত আসে না!

খুব শীতেও এবার আমি ভয় পাবো না।


দুত্তুরি ছাই! এটা কোনো শীত হলো কী?

শীতটা আরো আরো বাড়–ক চাইতে থাকি।

এ জামার তো বরফ-পড়া শীতই দাবি!

শীত বাড়লেই মজা পেতাম, আমি ভাবি।

তুষারপাত যে হয় না কেন বাংলাদেশে;

এটাই ভেবে মনটা খারাপ অবশেষে!


ভোরের বেলা দেখতে পেলাম গলির কাছে,

আদুল গায়ে একটি ছেলে কুঁকড়ে আছে!

আরো যদি শীত পড়ে এই মানুষগুলো

কষ্ট পাবে ভেবে আমার দুঃখ হলো।

মামার জামার শখ মেটাতে শীত মেঙ্গেছি!

ভেবে ভীষণ লজ্জা হলো, ভুল করেছি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ