শীতের কাঁপন

শীতের কাঁপন

কবিতা হেলাল আনওয়ার জানুয়ারি ২০২৪

হিমেল বায়ু বইছে জোরে

শীতে যেন কাঁপন ধরে

সূর্য মামা উঠবে কখন

রোদের গরম নিয়ে

গা জুড়াবে তখন আমার

একটু গরম পেয়ে। 


সূর্য মামা সূর্য মামা

আর করো না দেরি

চট জলদি ওঠো তুমি

সারা আকাশ ভরি।


শীতের মাঝে পথের পাশে

রাত্রি কাটাই ধুলাই মিশে

ওদের দিকে একটুখানি

নয়ন মেলে চাও

না হয় ওদের কষ্টগুলো

একটু মুছে দাও।


সূর্য মামা হেসে বলে

তাতো দেবো ভাই

ছিন্নমূলের পাশে আসার

আর কি কেহ নাই?


ধনীরা সব শোনো আজি

একটু খানি হও না রাজি

দুখীজনের পাশে থেকে

ফোটাও ওদের হাসি

হাত বুলিয়ে বলো ওদের

সত্যি ভালোবাসি।


শীতে যারা নগ্ন গায়ে

কষ্ট ভীষণ পায়

ওদের বুকে জড়িয়ে নেব

ওরাও আমার ভাই।


ওদের মুখে ফুটলে হাসি

মহান মাওলা হবেন খুশি

সেই খুশিতে হাসবে আরশ

বেহেশত খুলে যাবে

ভালো কাজের যাজা শেষে

সফলতায় পাবে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ