শ ব্দ ধাঁ ধা

শ ব্দ ধাঁ ধা

শব্দধাঁধা ফেব্রুয়ারি ২০১৬

শব্দধাঁধা
পাশাপাশি : ১. একটি মাছের নাম ৩. জাতীয় টিমের ক্রিকেটার ৬. একটি দেশের নাম ৯. একটি দেশের রাজধানী ১১. দিন শেষে যা আসে ১৩. যা শীতের সময় ব্যবহার করি ১৪. যা শার্টে থাকে ১৫. পশু-পাখি জবাইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
উপর-নিচ : ১. যা মেয়েদের পর্দার কাজে ব্যবহৃত হয় ২. কুমড়াসহ বিভিন্ন গাছে দেখা যায় ৪. এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ৫. কুরআনের একটি সূরার নাম ৭. দিনের প্রথম অংশ ৮. একটি জেলার নাম ১০. ইংরেজি একটি মাসের নাম ১২. ভাত খাওয়ার উপকরণ ১৩. একটি ফলের নাম।

ডিসেম্বর ২০১৫ মাসের
সঠিক জবাবদাতা
চাঁপাইনবাবগঞ্জ : দেলোয়ার হোসাইন, হুজরাপুর; আরিফুল ইসলাম আকাশ, বালুগ্রাম; হাফিজুর রহমান, গ্রিনভিউ উচ্চবিদ্যালয়; রমজান আলী, গাবতলা মোড়; আসাদুজ্জামান শামীম, ফায়ার সার্ভিস মোড়; শ্রী রিপনচন্দ্র দাস, মহারাজপুর; আলী আকবর সুমন, ফুড অফিস মোড়; কবির চৌধুরী, গোবরাতলা; আতাউর রহমান, নতুনহাট; নাহিদা নাসরিন, কাঁঠাল বাগিচা; মোক্তার আলী, বালিয়াডাঙ্গা; নিশাত মাহমুদ, বটতলাহাট; আব্দুল ওয়াহিদ, পাঠানপাড়া; আতিকুর রহমান, কল্যাণপুর; মুস্তাকিম বিল্লাহ, হুজরাপুর; আব্দুল করিম, বালিয়াডাঙ্গা; শাহজাহান সিরাজ, লাখেরাজপুর; মেহেদী হাসান, নামোশংকরবাটি; খাইরুল ইসলাম, ১ নম্বর কলোনি; জান্নাতুল নাইম, বালুবাগান; সাইফুল ইসলাম বাদল, রেহাইচর; আফিয়া সাদিকা সুলতানা, সোনার মোড়; মরিয়ম নিসা, বেলেপুকুর; শফিক এনায়েতুল্লাহ, ঐ; জান্নাতুল ফেরদাউস, পাঠানপাড়া; আম্বিয়া খাতুন, হুজরাপুর; আল হেলাল, শিবতলা; সাদিয়া শারমিন আশা, মহারাজপুর; ওয়াহিদা আক্তার লুবনা, বটতলা; খাদিজাতুল কোবরা, শিবতলা; মিজানুর রহমান, হুজরাপুর; সাবিনা ইয়াসমিন, বটতলা হাট; আখতার হোসেন আজাদ, হুজরাপুর; আবুল কালাম, আলীনগর; নুরুল ইসলাম, বিদিরপুর; শামীমা আক্তার, বালুবাগান।
দিনাজপুর : সিফাতুল্লাহ, বীরগঞ্জ; সোহানুর রহমান সোহান, পার্বতীপুর; নুর আলম, এসআরএ পলিটেক ইনস্টিটিউট; সরজ রায়, কাহারোল; সোহানুর ইসলাম, উপশহর; ফিরোজ আলম, ঐ; সাইফুল্লাহ মানসুর, ঐ; আল বিরুনী, ঐ; মুস্তাকিমুল ইসলাম, ঐ; তুহিন রানা, ঐ; মো: আবু আকরাম, ঐ।
পঞ্চগড় : সাবেকুল ইসলাম, দেবীগঞ্জ; আব্দুর রশিদ, বোদা; আব্দুস সালাম বাদশা, ঐ; শাহজালাল ইবনে জিহাদী, তেঁতুলিয়া; মরিয়ম জামিলা, ঐ; ইমরান বসুনিয়া সোহাগ, দেবীগঞ্জ; খোরশেদ আলম, পূর্বজালাসী; আনিসুর রহমান আল আমিন, উপশহর; মারুফ মুসা সরকার, তেঁতুলিয়া।
বগুড়া : আবু ওবাইদা, রহমান নগর; মেহেদী হাসান, ঠনঠনিয়া; নাফিউল ইসলাম, শাজাহানপুর; নিয়ামুল হাসান, হাজরাদিঘী; মাহমুদ হাসান আল ছাব্বির, সারিয়াকান্দি; আব্দুস সালাম, আদমদিঘী; রাবেয়া, রাবেয়া বসরী, ঐ।
কুমিল্লা : তানিয়া আক্তার, মুরাদনগর; আব্দুল কাদের, ঐ; মামুনুর রশীদ, ঐ; মারুফ সরকার, তিতাস; সাইফুল্লাহ খান, বুড়িচং; নাজমুল খান।
মৌলিভীবাজার : আবুল হাসান নাবিল, বড়লেখা; ইব্রাহীম শরীফ, জুড়ি; হোসনে আরা আক্তার, ঐ; শোয়াইবুল ইসলাম, শ্রীমঙ্গল; মেহেদী হাসান ইমন, জুড়ি।
ফেনী : আব্দুল হালিম, দাগনভূঞা; সুরাইয়া সুলতানা ঋতু, ঐ;  মীর আহমদ মামুন, দাগনভূঞা;  রবিউল হাসান, দাগনভূঞা।
চট্টগ্রাম : ইসলামুল হক তুষার, বাঁশখালী; নেজামুল ইসলাম, ঐ; সাখাওয়াত হোসেন চৌধুরী, কোতোয়ালি; তাসফিয়া মেহরিন, সদরঘাট।
ঠাকুরগাঁও : আ: রশিদ, এসআরএ পলিটেকনিক ইনস্টিটিউট; শাহীন আহমেদ নয়ন, পীরগঞ্জ; রাজু আহমেদ, উপশহর।
অন্যান্য : মুহাইমিনুল ইসলাম, মানিকপুর; মানিকগঞ্জ, এইচ এম মাহমুদ, বাড়াইভিকরা, মুন্সীগঞ্জ; মাইনউদ্দিন পরাণ, রায়পুর, লক্ষ্মীপুর; আব্দুল্লাহ আল মামুন, কানাইঘাট, সিলেট; সাকিব আহমেদ, যাত্রাবাড়ী; মো: তাজউদ্দিন, ঐ; মাসুম বেপারী, ঢাকা; আব্দুল্লাহ আল কিবরিয়া, কাপ্তাই; আব্দুল্লাহ আল মামুন শাহাদাৎ, রাঙ্গামাটি; ছফওয়ান উল্লাহ সালমান, মান্নান নগর; আব্দুল্লাহ আল মামুন রুবেল, সোনাপুর নোয়াখালী;  সজিব তালুকদার, তাহিরপুর; আইয়ুব খান পাঠান, ঐ; জুলহাস মিয়া, জামালগঞ্জ, সুনামগঞ্জ।


ডিসেম্বর ২০১৫ মাসের পুরস্কারপ্রাপ্ত
১.    মো: মিজানুর রহমান
হুজরাপুর, সদর, চাঁপাইনবাবগঞ্জ
২.    মো: নাফিউল ইসলাম
মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া
৩.    মো: নুর আলম
সদর, দিনাজপুর
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ