শ ব্দ ধাঁ ধা

শ ব্দ ধাঁ ধা

শব্দধাঁধা এপ্রিল ২০১৭

শব্দধাঁধা
পাশাপাশি: ১. ঐক্য বা অভিন্ন ৩. জ্ঞানী ৫. ঢেউ, তরঙ্গ ৬. দিনের শেষ ভাগ ৭. ভাগ্য ৯. পানি রাখার পাত্র ১০. পুষ্টি জাতীয় তরল খাবার ১২. পানি তোলার পাত্র ১৩. যার অপর নাম জীবন।
উপর-নিচ: ১. ইংরেজি একটি মাসের নাম ২. শিন্নি বিশেষ ৩. সূরা ফিলে বর্ণিত এক ধরনের পাখি ৪. শুভ বা কল্যাণ ৮. সার্কভুক্ত একটি দেশের নাম ৯. ক্ষত, আঘাত, ১১. রক্তবাহী নাড়ি।
ফেব্রুয়ারি ২০১৭ সংখ্যার সঠিক জবাবদাতা
চট্টগ্রাম: মো: সাকলাইন উদ্দিন দিহান, সাতকানিয়া, ঐ; আবরার মাহমুদ, ঐ; মুহাম্মদ আরিফুল ইসলাম, ঐ; আব্দুল্লাহ মুহাম্মদ সাদ, ঐ; মু: জিহাদুল ইসলাম, ঐ; মু: মিনহাজ উদ্দিন, ঐ; মু. আব্দুল্লাহ তামজীদ, ঐ; মু: রকিবুল হাছান, ঐ; মো: মোকাররম হোছাইন, ঐ; মো: রকিব, ফটিকছড়ি, ঐ; মুহাম্মদ তারেকুল ইসলাম, চকবাজার, ঐ।
খুলনা: মো: রিহাতুল ইসলাম, ডুমুড়িয়া, ঐ; মো: আবু সাঈদ গাজী, ঐ; এস আই সানী, দৌলতপুর, ঐ; মারজানা অবনী, রিদওয়ানুল হক, সোনাডাঙ্গা, ঐ; মো: মুফাজ্জেল হোসেন, ঐ।
বগুড়া: মো: মাহফুজুর রহমান বায়েজিদ, শাজাহানপুর, ঐ; সুরাইয়া রহমান সুমি, ঐ নাইমুজ্জামান উল্লাস, ঐ; ওয়াসিম আকরাম, ঐ; মো: নুরুল্লাহ সিদ্দিকী, ঐ।
যশোর: মো: আক্তারুজ্জামান, সাগরদাঁড়ী, ঐ; মো: আবু ইউসুফ, কেশবপুর, ঐ; মফিজুল হাসান, ঝিকরগাছা, ঐ; সাদ সাইফ, ঐ।
অন্যান্য: সিলেট: মুহাম্মদ আব্দুল মাজেদ, বিয়ানী বাজার, ঐ; ফরিদপুর: সায়াদ মো: আসিফ, মধুখালী, ঐ; হবিগঞ্জ: তালহা জোবায়ের, চুনারুঘাট, ঐ; আসাদুজ্জামান জনি, চুনারুঘাট, ঐ; কুষ্টিয়া: মো: আসাদুজ্জামান (আসাদ), কালিশংকরপুর, ঐ; ঠাকুরগাঁও: মো: খোরশেদ আলম, সদর, ঐ; ভোলা: নিয়ামত উল্লাহ আশিক, লালমোহন, ঐ; মো: হাবিবুর রহমান, ঐ; আব্দুল্লাহ আন নাবীল, ঐ।
এ মাসে পুরস্কার পেলো যারা
১.    মারজানা অবনী
দৌলতপুর, খুলনা
২.    তালহা জোবায়ের
উত্তর বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ
৩.    নাইমুজ্জামান উল্লাস
মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ