শ ব্দ ধাঁ ধা

শ ব্দ ধাঁ ধা

শব্দধাঁধা অক্টোবর ২০১৬

পাশাপাশি : ১. একটি উন্নত দেশের নাম ৩. লেখার কাজে ব্যবহৃত হয় ৫. যে খুব মজার মজার কথা বলে ৬. মসলা জাতীয় খাদ্যদ্রব্য ৭. কিয়ামতের দিন সবাই চাইবে ৯. কেনাবেচা করে এমন পেশার নাম ১১. যার হৃদয় বড় ১২. শহরের অপর নাম।
উপর-নিচ: ১. শীতের সময় ব্যবহৃত বস্ত্র ২. সমুদ্রে জাহাজ চালক ৩. ভাগ্যের অপর নাম ৪. পবিত্র নগরী ৭. কুরআনের একটি সূরার নাম ৮. একটি ঋতুর নাম ১০. নদীর চেয়ে বড়।

আগস্ট ২০১৬ সংখ্যার সঠিক জবাবদাতা
চট্টগ্রাম: লতিফুর রহমান, বাঁশখালী, ঐ; হাফেজ আহমেদ আবু বক্কর, ঐ; নেজামুল ইসলাম, ঐ; আব্দুল্লাহ আল নোমান, ঐ; জয়নাল উদ্দিন, ঐ; জমসেদুল আলম, ঐ; আব্দুল্লাহ আল ফারুক, ঐ; মোহাম্মদ হাসনাত আবুল আলা, ঐ; ইফতেহার উদ্দিন জায়েদ, ঐ; জয়নাল আবদিন, ঐ; হাসনাত আবুল আলা, ঐ; তানভীর হাসান, ঐ; মো: রায়হান উদ্দিন, ঐ; মীর তোহা, ঐ; খালেদ ফাইফুল্লাহ, ঐ; তারেক মনওয়ার, ঐ; আব্দুল হামিদ আল জাবেদ, ঐ; মুহাম্মদ ইসলামুল হক তুষার, ঐ; শারমিন আক্তার, সাতকানিয়া, ঐ; শফিকুল ইসলাম, ঐ; ইমরান হোসেন, ঐ; আশরাফুল ইসলাম, ঐ; আতিকুল ইসলাম, ঐ; জুবায়েদ বিন জাহিদ, ঐ।
মৌলভীবাজার : ইমদাদুল হক, জুড়ী, ঐ; ছামিয়া খানম, ঐ; সাকিব আব্দুল্লাহ, ঐ; আব্দুল্লাহ আল নোমান, ঐ; তামিম আহমেদ, ঐ; আব্দুল আল তারেক (রাজা), ঐ; আ: রহমান, ঐ; সুজেল আহমদ, ঐ; জাহাঙ্গীর আলম, ঐ; আয়েশা আক্তার রাণী, ঐ; ফাতেমা আক্তার, ঐ; আবু সামাদ, ঐ; নূর জাহান আক্তার জিয়াসমিন, ঐ; সৈকত আহমেদ, ঐ; আব্দুল আজিজ, ঐ; রুহুল আহমদ, ঐ; রাজন আহমদ, ঐ; আদনান আহমদ, ঐ; আবু বক্কর, ঐ; শাকিল আহমদ, ঐ; জাবেদ আহমদ, ঐ; গিয়াস উদ্দিন, ঐ; পলাশ আহমদ, ঐ; আরমান আলী, ঐ; আব্দুল আল মাহমুদ, ঐ; খোকন আহমদ, ঐ; আলম হোসাইন, ঐ; রিফাত আহমদ, ঐ; মুবীনুল হক, ঐ; ছাইফুল ইসলাম, ঐ; মাহফুজুর রহমান, ঐ; বাশার আহমদ, ঐ; ইমামুদ্দিন, ঐ; আমির হোসেন, ঐ; রাজু আহমদ, ঐ; মাসুম আহমদ, ঐ; রেদুয়ানুল হক, ঐ; রিফাত আহমদ, ঐ; তাসমিন আহমদ, ঐ; সাগর আহমদ, ঐ; তামিম আহমদ, ঐ; হাবিবুর রহমান, ঐ; আল আমিন, ঐ; কাওছার আহমদ, ঐ; কামাল আহমদ, ঐ; রাশেদ আহমেদ, ঐ; আকরাম হোসেন, ঐ; ইব্রাহিম আলি, ঐ; কামরুল ইসলাম, ঐ; মুনিরা জান্নাত, ঐ; আব্দুল হাকিম দুলু, ঐ; ইমন আহমদ আভি, বড়লেখা, ঐ; আব্দুল্লাহ বিন মাসুদ আসিফ, ঐ; শামসুর রহমান, ঐ; ছাইফুল হাসান পারভেজ, ঐ; আদিব জয় মোহাম্মদ জয়নুল, ঐ; জিয়াদ বিন মাসুদ আরিফ, ঐ।
লক্ষ্মীপুর : জাবেদ ইকবাল, কমল নগর, ঐ; জাবেদ ইকবাল, শোয়ায়েব আক্তার, সদর, ঐ; ইসরাত জাহান কোমল, ভবানীগঞ্জ, ঐ; আব্দুল মাজেদ, রামগতি, ঐ।
পঞ্চগড় : নওশেদ আলী, সাতমেড়া, ঐ; মরিয়ম জামিলা, তেঁতুলিয়া, ঐ; শাহজালাল ইবনে জিহাদী, ঐ।
কুমিল্লা : ফয়েজ আহমাদ, মুরাদনগর, ঐ; আবুল আহাদ, ঐ; শরিফ মোল্লা, ঐ; মাজহারুল ইসলাম, ঐ; আরিফুল ইসলাম, ঐ; ফাহিম আহমদ, ঐ; জুবায়েদ আহমদ, ঐ; এনামুল হক, ঐ; মো: আল আমিন, ঐ।
অন্যান্য : ফেনী: ছালেহ উদ্দিন ছিফাত, সদর, ঐ; চাঁপাইনবাবগঞ্জ : আনাস মোল্লা, সদর, ঐ; আবির মাহমুদ, ঐ; নোয়াখালী : আবুল কাসেম মো: সালমান, সদর, ঐ; সিলেট: মাহফুজা শিমু, কুমারপাড়া, ঐ; ঢাকা: সাবিকুন নাহার ছিফা, মতিঝিল, ঐ; কুড়িগ্রাম: মো: নাঈমুর রহমান নাহিদ, সদর, ঐ।
এ মাসে পুরস্কার পেলো যারা
১    মো: শামসুর রহমান
পাকশাইল, বড়লেখা, মৌলভীবাজার
২    আবুল আহাদ
গাইটুলি, মুরাদনগর, কুমিল্লা
৩    তারেক মনওয়ার
শেখের খীল, বাঁশখালী, চট্টগ্রাম
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ