রোজার কবিতা

রোজার কবিতা

ছড়া-কবিতা আবু তাহের বেলাল মার্চ ২০২৪

ভোর বিহানেই বৃষ্টি এলো রহমতের
সাত সকালেই বৃষ্টি এলো বরকতের।
রোজাদারের খোশ নসিব আজ নয় ছোটো-
ফোঁটায় ফোঁটায় রহম ঝরে ঐ রবের ॥

নিদাঘ দিবস শান্ত হলো এক ঝলকে
তপ্ত বাতাস সুখের হলো এক পলকে।
রোজাদারের ফুটলো হাসি দুই ঠোঁটে-
টাকা কড়ি নেই প্রয়োজন ওই সবের ॥

রোজাদারের কষ্ট কী আর আল্লাহ তা’লার সয়,
দূর করে আজ দিলেন প্রভু রোজা রাখার ভয়।
আমার প্রভু রহিম করিম অশেষ দয়াময়,
পলে পলে তাঁর সে রহম দ্বারে দ্বারে বয়।

যতই ভাবো কূল পাবে না তাঁর করমের
যতই ঝরুক শেষ হবে না তাঁর রহমের।
ভালো করে ডাকছি তারে কোন নিশীথে-
স্মৃতি ঘাঁটি এখন থেকে শৈশবের ॥

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ