মুমিনের গল্প -আল-জাবের

মুমিনের গল্প -আল-জাবের

কবিতা আগস্ট ২০২০

মিষ্টি মিষ্টি বৃষ্টি বেলা; নীরব নীরব মন,
গোধূলিতে একলা লাগে; আলসে বড় ক্ষণ।
কদম ফুলের গন্ধ ভাসে; শীতল পবন মাঝে,
ক্ষেতের ধারে ব্যাঙ ডাকে; ঘনিয়ে আসা সাঁঝে।

ব্যস্ত ব্যস্ত রাখাল কৃষক; ফিরতে হবে বাড়ি,
পিছলে পড়ে জোয়ান বুড়ো, কাদা মাটি ভারি।
বন্ধ বন্ধ দরজা জানলা; সন্ধ্যা নেমে যায়,
মাগরিব শেষে চিঁড়া মুড়ি; সবাই মিলে খায়।

গল্প গুজব করতে করতে; এশার সময় আসে,
নামাজ শেষে সবাই মিলে; খাবার খেতে বসে।
ঘুমে ঘুমে চোখটা যে লাল; পড়ছে সবাই শুয়ে,
হালকা হালকা শীত পড়ছে; ঢাকছে কাঁথা দিয়ে।

স্বপ্ন স্বপ্ন দেখেছে সবাই; ঘুমের ওই না দেশে,
এরই মাঝে ফজরের আজান; কানে এলো ভেসে।
নতুন ভোর হলো আবার; হলো সূর্যোদয়,
ব্যস্ত দিনের শুরু আবার ; বৃষ্টির সংশয়।

কাজে কাজে অর্ধ বেলা; সূর্য যাচ্ছে নেমে,
জোহর পড়ে হঠাৎ করে; কাজ গিয়েছে থেমে।
ক্ষুধা ক্ষুধা লাগছে যে খুব; শরীর চলছে না,
বাড়ি থেকে আসলে খাবার; খেতে ভুলে না।

মেঘলা মেঘলা আকাশ তবু; চলছে চাষের মই,
ফোঁটা ফোঁটা বৃষ্টি তবু; আসরে শরিক হই।
কাজের মানুষ রোদ বৃষ্টি; দেখে নাহি চলে,
মুমিন কভু ছাড়ে না নামাজ; অজুহাতের ছলে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ