মার্চ ২০২০ মাসের ছড়া

মার্চ ২০২০ মাসের ছড়া

অনুশীলন মে ২০২০

“মনে হচ্ছে মেঘের ওপর কেউবা হাসে, বৃষ্টি হবে? চোখের ওপর তাইতো ভাসে। বৃষ্টি তুমি ঝর ঝরিয়ে ঝরো শুকনো মাটি সিক্ত করো।”

আসবে নেমে আকাশ থেকে মুক্তো দানা, হয়তো আরো আসবে হঠাৎ বিজলি হানা। বৃষ্টি তুমি দাও ভিজিয়ে দূরে বৃক্ষরাজি মাঠ তেপান্তরে।

শুষ্ক নীরস মাঠের জমি হোক না সরস, ফুটবে কদম? পাই যেন তার সুখের পরশ।

আমিমুল এহসান (সাইম) দৌলত মুন্সি বাইলেন, কৃষ্টপুর, সদর, ময়মনসিংহ আরো যাদের লেখা ভালো হয়েছে

মো: তাওহীদুল ইসলাম, ওলামাগঞ্জ এনইউ আলিম মাদ্রাসা মোরেলগঞ্জ, বাগেরহাট; হাবিবুর রহমান, শেরেবাংলা দেওয়ানগঞ্জ, জামালপুর; মোঃ হাছান চরমোহনা, রায়পুর, লক্ষীপুর; দুর্জয় দত্ত প্রহর, মৌলভীবাজার সদর; মিরাজ হোসেন, মমতাজেন্নেছা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, রায়পুর, লক্ষীপুর; মো: ইয়াছিন আরাফাত, আইনুল হক মাদ্রাসা, ডিমলা নীলফামারী; শাহাদাত হোসেন বাবু, দক্ষিণ মনিপুর, মিরপুর, ঢাকা; মাহাবুব আলম ছোট কাঁচনা, নাগেরপাড়া, গোসাইরহাট, শরীয়তপুর; জাবির আহম্মেদ জিহাদ, চিনাডুলী, ইসলামপুর, জামালপুর।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ