মামা ভাগনের ঈদ -আসাদ বিন হাফিজ

মামা ভাগনের ঈদ -আসাদ বিন হাফিজ

কবিতা মে ২০২০

আবার এলো ঈদ গো মামা
সবাই দেবে নতুন জামা
খেলনাগাড়ি, মজার পিস্তল কতকিছু দেবে।
আমার মনের কষ্ট মামা, কেউ কি একটু নেবে?

তোর আবার কী কষ্ট মামা, নতুন জুতো চাই
জুতো না হয় আমিই দেবো, আর কী কী তোর চাই
আমার কাছে মন খুলে বল, কোন জিনিস তোর নাই।

মামা, পাশের দেশ মিয়ানমারে, কিংবা ফিলিস্তিনে
কত কত এতিম শিশু, ঈদ কি তারা চিনে?
নাই বাবা মা, আপন স্বজন, পথে পথে কাঁদে,
তাদের জন্য ঈদের ক্ষীর, কে মামা কও রাঁধে?
বললে বলে, মা তো গেছে নীল আকাশের চাঁদে।
মা-বোন যাদের আকাশ পরী
কেমনে তাদের কোলে চড়ি?

মামার মনে কষ্ট তিরতির করে।
কেমনে দেবো ঈদের খুশি
বলতো তাদের ঘরে?

মামা, জামা জুতো বাদ দাও এবার, দাও না নতুন বই
যে বই পড়ে আমি আবার সালাউদ্দিন হই।
বীর কাসিমের মত যাবো অসহায়ের কাছে
বলবো নেবে? আমার কাছে ভালোবাসা আছে।
গরিব দুঃখীর সহায় হবো, আমি হবো বীর
বলবে, আমার ভাগনে যেন সাচ্চা তিতুমীর।

হবে মামা, হবে।
আমিই না হয় কিনে দেবো কোরান হাদীস তবে।
বইয়ের সেরা বই
আমিই না হয় কিনে দেবো তোরে সমস্তই।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ