মধু মাস কোন ফলে?

মধু মাস কোন ফলে?

ছড়া-কবিতা নূরুন্নাহার নীরু মে ২০২৩

মধু মাসে মধু স্বাদে গ্রীষ্মের দিনে,

নামে নামে জেনে জেনে নাও সব চিনে।

আতাফলে লিচু আমে মালটা কলা,

আরো আছে ঝাঁকি ভরা শেষ নয় বলা।


কাঁঠাল জাতীয় ফল মধু রস আনারসে,

আমলকী জলপাই কাড়াকাড়ি নাম যশে।

আঙ্গুর চালতা টস টস অরবরি টক টক আমড়া,

বেল ফল কাউফল কদবেল আঁশে ভরা চামড়া।


কামরাঙ্গা কমলা আপেল আর নাশপাতি,

তেঁতুলে বেত ফলে রসে জিভ হাত পাতি।

ড্রাগন ও কুল আছে কত রকমারি

দাম হাঁকে দোকানি মৌসুমি বাহারি।


তরমুজ পেয়ারাতে লেবু বাঙ্গি জামটা,

মধু মাস কোন্ ফলে বলো দেখি নামটা!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ