ভাষা হবে মিলনের সেতু

ভাষা হবে মিলনের সেতু

ছড়া-কবিতা সোলায়মান আহসান ফেব্রুয়ারি ২০২৪

আমাদের ভাষাটা একদম খাসা 
রাখি পুরে তারি মাঝে স্নেহ-ভালোবাসা।

আম্মার আদর আর আব্বার শাসন 
বোনের সোহাগ মাখা ভাইয়ের আসন।

সবকিছু মিলেমিশে যেন আত্মীয় 
ভাষার ভালোবাসা-ছোঁয়াটা নিয়ো।

দেখবে তরতাজা, ভিজে পলি মাটি 
ভাষাই করতে পারে একদম খাঁটি।

ভাষা হবে নীলাকাশ, ভাষা হবে নদী 
পাহাড় সমুদ্র হ্রদ আঁকো পারো যদি।

ভাষা হবে আফ্রিকা ভাষা হবে চীন 
ভাষার বিভেদ ঘুচে আনো নব দিন।

সেই ভাষা হৃদয়ের, মিলনের সেতু 
জীবনের বিশ্বাস আছে যেহেতু।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ