ভাগ করে নিই ঈদের খুশি

ভাগ করে নিই ঈদের খুশি

কুরআনের আলো আগস্ট ২০১২

“সম্পত্তি কণ্টনের সময় যখন (উত্তরাধিকারী নয় এমন) আত্মীয়-স্বজন, ইয়াতিম ও মিসকিন উপস্থিত হয়, তখন তা থেকে তাদের কিছু দাও এবং তাদের সাথে সদালাপ করা।” - সূরা আন-নিসা, আয়াত ৮

প্রিয় বন্ধুরা,
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন জামা, নতুন জুতো আর পছন্দের হরেক রকম পোশাক। ঈদের সময় মনের মতো পোশাক সবাই চায়।
সুপ্রিয় বন্ধুরা,
ঈদের দিন তোমাদের পছন্দের জামা-কাপড় না হলে অনেকেই পিতা-মাতার নিকট বায়না ধর। ঈদ করতে চাও না, কিন্তু যে শিশুটির বাবা-মা কেউ নেই সে কার নিকট বায়না ধরবে? এ ব্যাপারটি নিয়ে কি একটু চিন্তা করে দেখেছো?
হ্যাঁ, আমাদের চিন্তার সেই খোরাক দেয়ার জন্য প্রতি বছরের মতো এবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
এসো ঈদ থেকে শিক্ষা গ্রহণ করি। আর একা একা নয়, ঈদের আনন্দ উপভোগ করি সবাই মিলে। হাসি আর আনন্দ বিলিয়ে দেই ইয়াতিম, মিসকিন সবার মাঝে। ঈদ হোক সবার জন্য।


                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ