বিশেষ উপহার

বিশেষ উপহার

হাদীসের আলো বিলাল হোসাইন নূরী এপ্রিল ২০২৩

মাগরিবের সালাত আদায়ের পর বাসায় এসে মন খারাপ করে বসে আছে জাওহার। আর এদিকে উচ্চ আওয়াজে গান বাজিয়ে দিয়েছে জাফরান-

‘ও মন, রমজানের ওই রোজার শেষে 

এল খুশির ঈদ’।

বাবা জাওহারের মাথায় হাত রেখে বললেন- কী হয়েছে তোমার? 

জাওহার বলল, না তেমন কিছুই নয়। রমজান চলে গেল, তাই খুব খারাপ লাগছে! মনে হয়, খুব কাছের কেউ হারিয়ে গেল! বাবা বললেন, আমারও তো এমনই মনে হয়। যারা আল্লাহকে ভালোবেসে রোজা রেখেছে, তাদের সবার অনুভূতি একই ধরনের। চলো, আমরা এবার অন্য একটা  গান শুনি-

‘যাবার বেলায় সালাম লহ, হে পাক রমজান’।

জাফরান বলল, এ গান তো আর কখনোই শুনিনি।

বাবা বললেন, আজ তাহলে ভালো করে শুনে নাও। এটাও আমাদের জাতীয় কবির লেখা।

জাওহার বলল, খুব সুন্দর তো! চলো, আমরাও গাই। 

সুরে সুরে মুখরিত হয়ে উঠল ঘর। আম্মু এসে একনজর দেখে গেলেন। হাসতে হাসতে বললেন, কী হচ্ছে এসব?

গান শেষে বাবা দেখলেন, জাওহার বেশ ফুরফুরে হয়ে উঠেছে। তিনি বললেন, আগামীকাল সদকাতুল ফিতর বিতরণের মধ্য দিয়েই শুরু হবে আমাদের ঈদ উৎসব। আর জাওহার-জাফরানই এগুলো তুলে দেবে যোগ্য মানুষের হাতে। তাদের মুখে হাসি ফুটলে, ফুল ফুটবে তোমাদের মনেও!

জাফরান বলল, আচ্ছা বাবা! এ সদকা কি ঈদের সালাতের পরে দেওয়া যায় না?

বাবা জানালেন, না। 

আবদুল্লাহ ইবনে ওমর (রা) বলেছেন- নবী (সা) মানুষদের ঈদের সালাতের জন্য বের হওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করার আদেশ দিয়েছেন। (বুখারি)। তবে কেউ যদি পরে দেয়, তা হবে সাধারণ সদকার মতো। (আবু দাউদ)।

আচ্ছা, কাল তোমরা দু’ভাই আর কী কী ভালো কাজ করবে, একটা তালিকা করে নাও। সে কারণে তোমাদের জন্য থাকবে বিশেষ উপহার! জাওহার বলল- বাবা! সে উপহারটাই অন্য কাউকে উপহার দিয়ে দেব!

বাবা চমকিত হলেন। 

আর দু’জনকেই জড়িয়ে ধরলেন বুকের ভেতর।

বিলাল হোসাইন নূরী

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ