বিচিত্র প্রাণী

বিচিত্র প্রাণী

ফিচার মার্চ ২০১৪

ইমরুল বাহার

Hatiপৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিচিত্র সব প্রাণী। বিভিন্ন কারণে অনেক প্রাণী বিলীন হয়ে গেছে। আবার অনেক প্রাণী নানা প্রতিকূলতার মধ্যেও টিকে আছে। এবার চলুন তেমন কিছু বিচিত্র প্রাণী সম্পর্কে জেনে নিই। জংলি হাতি : আফ্রিকার জংলি হাতি পৃথিবীর উচ্চতর প্রাণী। এর উচ্চতা ৩.২ মিটার আর ওজন ৬.৫ টন। ইলাকম : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইলাকম নামক প্রাণীটির বাস। এ প্রাণীর পায়ের সংখ্যা ৩৭৫ জোড়া অর্থাৎ ৭৫০টি পা। মনিটর : বৃহৎ আকৃতির এক ধরনের টিকটিকি। আফ্রিকার বড় বড় নদীতে এরা ভেসে বেড়ায়। এদের খাদ্য হচ্ছে কুমিরের ডিম ও বাচ্চা। ঝিনুক : প্রতি বছর ঝিনুকের লিঙ্গ পরিবর্তন হয়। প্রথমে সে পুরুষ হয়ে জন্মায়। পরে নারীতে পরিণত হয়। অ্যালবাট্রস: পৃথিবীর বিশাল ডানার পাখি অ্যালবাট্রস। পাখিটি ডানা না নেড়েই উড়তে পারে। এমনকি উড়ন্ত অবস্থায় ঘুমের কাজটাও সেরে ফেলতে পারে। র‌্যাকুন : দক্ষিণ কানাডা থেকে পানামা পর্যন্ত বি¯তৃত এলাকায় র‌্যাকুন নামের প্রাণীটির বসবাস। মজার বিষয় হলো, প্রাণীটি কোন কিছু খাওয়ার আগে ভালভাবে ধুয়ে নেয়। জিরাফ : একেবারেই বোবা প্রাণী জিরাফ। কারণ সে মুখ দিয়ে কোন শব্দই করতে পারে না। মৌমাছি : মৌমাছি তার ওজনের দ্বিগুণ মধু বহন করতে পারে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ