বারো মাসের বাংলাদেশ -আতিক হেলাল

বারো মাসের বাংলাদেশ -আতিক হেলাল

কবিতা মে ২০২০

বৈশাখ মাসে শুরু হয় ঝড়-ঝাপটা
প্রথমেই আমাদের বাড়ে বায়ু-চাপটা।

জ্যৈষ্ঠ তো ‘মধুমাস’, পাকে আম-লিচুটা
ভয় শেষে আনন্দ ফিরে পাই কিছুটা।

আষাঢ়েই শুরু হয় দেশ জুড়ে বৃষ্টি
মেঘকালো, কাদা-পানি, কী যে অনাসৃষ্টি!

শ্রাবণের ধারা বহে, পরিবেশ আর্দ্র
মেঘেদের ফাঁকে দেখি উঁকি দেয় ভাদ্র।

ভাদ্রের তাল পাকা গরমের সঙ্গে
বদলের পালা দেখি প্রকৃতির অঙ্গে।

আশি^নে কাশফুল, শিউলি জীবন্ত
মন ছোটে শুভ্রতে, মেঘ পর্যন্ত।

কার্তিকে মাঠ থাকে ধানে পরিপূর্ণ
হাওয়া, ঝড়-ঝঞ্ঝায় হয় সবই চূর্ণ।

অঘ্রাণে ধান পাকে, ভরে যায় মন যে
নবান্ন উৎসব বয় গ্রামে-গঞ্জে।

পৌষ মাসে ভালো লাগে পিঠা-পুলি, রসটা
কারো ঘুম ভাঙতেই বাজে বেলা দশটা।

মাঘ মাসে নেমে আসে চূড়ান্ত ঠাণ্ডা
এই শীতে কাবু হয় বাঘ-হাতি, পাণ্ডা।

ফাল্গুনে রঙ লাগে হৃদয়ে, অরণ্যে
মন হাসে ফুল-পাখি, প্রকৃতির জন্যে।

চৈত্রের দোষ বেশি, মাসটাই রুদ্র
তীব্র রোদের কাছে সব যেন ক্ষুদ্র।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ