বলতে পারো

বলতে পারো

বিবিধ কিশোরকণ্ঠ ডেস্ক জুলাই ২০২৩

এপ্রিল ২০২৩ সংখ্যার সঠিক উত্তর

১. সূরা আল-বাকারা : ১৮৩ ২. শেখ মুজিবুর রহমান, ৭ই মার্চ ১৯৭১ ৩. আয়েশা রা. এবং মুসলিম ৪. ১৩০ কোটি ৫. বুখারি ৬. ২০১৬ সালে ৭. মুসলিম দার্শনিক ও বিজ্ঞানী ইবনে সিনা ৮. প্রায় ১২০০ বছর ৯. তিনটি ১০. মহাত্মা গান্ধী। 

জুলাই ২০২৩ সংখ্যার প্রশ্ন

১. ‘বরং তুমি একশ বছর ছিলে! তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও। তা পরিবর্তন হয়নি। আর গাধাটার দিকেও তাকাও।’- কোন সূরার কতো নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে? 

২. কিশোরকণ্ঠ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় কোন সালের কোন মাসে? 

৩. ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ২৭ রমজানে মাত্র ৫৬ বছর বয়সে কোন কবি ইন্তিকাল করেন? 

৪. হযরত ইমাম গাজ্জালি (রহ)-এর মতে, ‘যার সঙ্গে বন্ধুত্ব করবে তার মধ্যে কতোটি গুণ থাকা চাই?’ 

৫. টেস্ট ক্রিকেটে পুরো ক্যারিয়ারে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি কোন দেশের কোন ক্রিকেটারের? 

৬. ‘নবীজি বললেন- হে বিলাল! উঠো এবং ঘোষণা করো- মু’মিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর আল্লাহ্ পাপীকে দিয়েও এ দ্বীনের সাহায্য করে থাকেন।’ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

৭. ২০০৮ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে কোন দ্বীপকে?

৮. প্রথম দিকে কিশোরকণ্ঠের প্রায় প্রতিটি সংখ্যায় কোন কবির লেখা থাকতো? 

৯. ১৯৭৬ সালে মন্ট্রিলে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে কাকে মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছিল? 

১০. (জবাই করার সময়) তোমরা আল্লাহর নাম নাও। এরপর তারা যখন কাত হয়ে পড়ে যায়, তোমরা তা থেকে আহার করো। এবং আহার করাও তাকে- যে চায় না এবং যে চায়। কোন সূরার কতো নম্বর আয়াত? 

(সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে জুন ২০২৩ সংখ্যায়)


এপ্রিল ২০২৩ সংখ্যার সঠিক উত্তরদাতা

ঢাকা: আব্দুল্লাহ আল আসয়াদ, ডেমরা; শেখ সুয়াইলিম সুদাদ, তেজগাঁও; শাফিন শাহরোজ, শাফাকুর রফিক, খিলগাঁও, উনাইসা, শেরেবাংলা নগর, আব্দুল্লাহ আল নাসিফ, যাত্রাবাড়ী; তাওফিবুর রহমান, লালবাগ, ঐ।

ময়মনসিংহ: মোস্তাফিজুর রহমান, মোহসিনা আক্তার আবিদা, নিগার সুলতানা জ্যাতি, মুশফিকুর রহিম, আফরিদা জাহিন তোড়া, জাহানারা আলম, আনিসুর রহমান, (জিকু) তাসকিন আহম্মেদ, পাগলা; আনিসুর রহমান, গফুরগাঁও; ঐ।

চুয়াডাঙ্গা: রফিক আহমেদ, সাঈদ সুলতান, মাহমুদুল হাসান, তালেব মন্ডল, আলমডাঙ্গা; ঐ।

চাঁদপুর: নকিবুল ইসলাম মাছুম, মাহাদী রহমান, আব্দুল করিম, আব্দুুর রহমান, শাহাদৎ মিয়া, সদর; ঐ।

নোয়াখালী: আম্মার ইবনে মুনীর আকিব, সদর; আবদুল আহাদ, হাতিয়া; মুহাম্মদ মাহফুজুল আলম, মারুফ হোসেন, আরিফ হোসেন, আব্দুল মান্নান, বেগমগঞ্জ; ঐ।

চাঁপাইনবাবগঞ্জ: মুহাম্মদ সিফাতুল্লাহ, মোসা: শাহিদা সিদ্দিকা শাহী, শিবগঞ্জ; ঐ।

নেত্রকোনা: মো: নাঈম আকন্দ, মোছা: স্মৃতি আক্তার, পূর্বধলা; ঐ।

জামালপুর: মো: সিফাত, জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর; ফয়জুল হক, সাগর মিয়া, বকশিগঞ্জ; ঐ।

পঞ্চগড়: হাবিবা আক্তার হ্যাপি, মো: মিফতাহুল জান্নাত মেরিট, আতিক আহনাফ, সদর; ঐ।

খুলনা: মো: আজিজুল ইসলাম, হাসান ফাইয়াজ, খানজাহান আলী; মিল্লাত হোসেন, তাবাচ্ছুম আক্তার, তেরখাদা; তাজু আফরিন, কয়রা; ঐ।

ঠাকুরগাঁও: মো: আনোয়ার হোসেন, সাহাদাত হোসেন, মারুফ হুসাইন, রমজান আলী আকাশ, দেলোয়ার হোসেন, রানীশংকৈল; ঐ।

নড়াইল: নাফিসা খাতুন, সউদ বিন মহি, হাবিবুল্লাহ রাইয়ান, মির্জা সানজিদুল ইসলাম, বুশরা বিনতে বাশার, মো: তাসনিম আহমেদ, সাদ বিন মহি, সদর; ঐ।

ভোলা : মো: মেশকাত, আশফাকুর রহমান আজমি, সদর; মো: হাসিব, তজুমদ্দিন ; আহাম্মদ ইয়াছিন আরাফাত, মনপুরা; ঐ।

অন্যান্য জেলাসমূহ: মো: সাদাফ সিদ্দিকী ফারহান, বোয়ালিয়া, রাজশাহী; মুয়িন আল রাজী, সাপাহার, নওগাঁ; মো: রফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; জাইয়্যান আশরা, সদর, বগুড়া; হাফেজ আব্দুল আহাদ তানজিম, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ; উসরাত আফিফা সিলমী, টঙ্গী, গাজীপুর; রাইয়ান আফরা, সদর; বগুড়া মো: সাদাফ সিদ্দিকী ফারহান, বোয়ালিয়া; রাজশাহী; সাকিফ হোসাইন সাদ, সদর, সুনামগঞ্জ; আম্মার ইবনে মুনীর আকিব, মাইজদী, নোয়াখালী; মনজুরুল ইসলাম মিদুল, সদরপুর, ফরিদপুর; মো: নূরুল্লাহ, শ্যামনগর, সাতক্ষীরা; লোকমান হোসাইন, দেবিদ্বার, কুমিল্লা, শাওন সরকার সাজিদ, জুম্মাপাড়া, রংপুর; আব্দুল্লাহ আল মাহসিন, সদর, ফেনী।


এপ্রিল ২০২৩ সংখ্যার পুরস্কারের 

জন্য মনোনীত

১. আব্দুল্লাহ আল আসয়াদ, ডেমরা; ঢাকা

২. মোস্তাফিজুর রহমান, পাগলা; ময়মনসিংহ

৩. রফিক আহমেদ, আলমডাঙ্গা; চুয়াডাঙ্গা

৪. নকিবুল ইসলাম মাছুম, সদর; চাঁদপুর

৫. আম্মার ইবনে মুনীর আকিব

সদর; নোয়াখালী

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ