বলতে পারো

বলতে পারো

বিবিধ কিশোরকণ্ঠ ডেস্ক জুন ২০২৩

মার্চ ২০২৩ সংখ্যার সঠিক উত্তর

১. আল-ইসরা : ১৩-১৪ ২. তিরমিজি ৩. কবি ফররুখ আহমদ ৪. মাহবুবুল আলম চৌধুরী ৫. ২৭ কোটি ৬. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭. রিয়াল মাদ্রিদের ৮. ১৯৮৪ সাল ৯. ‘জলবসন্ত’ ১০. পিগমি মারমোসেট।


জুন ২০২৩ সংখ্যার প্রশ্ন

১. আল কুরআনের হাতি বাহিনীর ঘটনা বিষয়ক সূরাটির নাম কী? 

২. “অন্যান্য ফরজ কাজ আদায়ের সাথে হালাল উপার্জন করাও একটি ফরজ।” কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

৩. ‘পাল্টে দেবার স্বপ্ন দেখি কালের স্রোতধারা, এমন স্বপ্ন দেখতে পারো সাহস রাখো যারা।’ কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে?  

৪. বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ মাসে দেশের মোট ফল উৎপাদনের শতকরা কতো ভাগ উৎপাদিত ও বাজারজাত করা হয়? 

৫. কিশোরদের জন্য ‘পদ্ম গোখরো’ নামক একটি গল্পের বই লিখেছেন কোন কবি? 

৬. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন বাংলা কোন মাসের কোন তারিখ? 

৭. প্রায় ১০০ বছর আগে তুরস্কের বিখ্যাত ক্যালিগ্রাফার মোহাম্মদ আব্দুল আজিজ রেফাই একটি আনারের আদলে সুলুস শৈলীতে কোন ক্যালিগ্রাফি করেছেন? 

৮. পক্ষী বিশেষজ্ঞদের মতে বিশ্বে কতো প্রজাতির বাবুই পাখি আছে? 

৯. ৫০ বছর আগেও কোন সাগর ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ? 

১০. কোন ফলের ভেতরে ভিটামিন-এ এবং সি ছাড়াও ফাইটোকেমিক্যাল, পেপাইন, বিটা ক্যারোটিন ইত্যাদির উপস্থিতির কারণে ক্যান্সারসহ বিভিন্ন রোগের নিরাময়কারী হিসেবে কাজ করে?

(সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে মে ২০২৩ সংখ্যায়)


মার্চ ২০২৩ সংখ্যার সঠিক উত্তরদাতা

পাবনা : আব্দুল্লাহ আল জিহাদ, হুসাইন, মাসুম রহমান, রাকিবুল ইসলাম, তাসনিম আলম, আতাইকুলা; ঐ।

কুমিল্লা : হামজা বিন সুলতান, সাইদুল ইসলাম, আব্দুর রহমান, বিপ্লব হাসান, ওয়াশিমুল হক, আব্দুর রহমান, আশরাক এলাহী, সাউদা আলম, ফাহিম, সালমান হোসেন, সামিয়া সুলতানা, আব্দুর রহমান, ইসমাইল হোসাইন, নাছির উদ্দিন, সাইমন মঞ্জু, মোজাহিদুর রহমান, আম্মার ইবনে মুহাম্মাদ, আবদুল্লাহ মো: তামীম আনযার, কোতোয়ালি; ঐ।

বগুড়া : নিরব হাসান, জাইয়্যান আশরা, রাইয়্যান আফরা, ছাবিত আহসান, রিয়াদ, নাজমুল, জাকারিয়া, রিফাত হোসেন, এনামুল হাসান, সৌরভি আক্তার, এনামুল হক, সদর; ঐ।

চাঁপাইনবাবগঞ্জ : মাহফুজ আলম শামিম, সিফাতুল্লাহ, তাজ অয়ালিউল্লাহ, আব্দুল্লাহ আল মাহফুজ, ফাহিম আফতাব, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, গোমস্তাপুর; ঐ।

নরসিংদী : তরিকুল ইসলাম তানিম, রেদুয়ান, মাহাদী আকন্দ, তালহা সরকার, মতিন আকন্দ, সাআদ আকন্দ, তানজিদ আকন্দ, মনোহরদী; ঐ।

জয়পুরহাট : লামইয়া জান্নাত, সাকিব আস সামি, হাবিবুল্লাহ, সাদিকা, রামিশা, তাসফিয়া; ঐ। 

নোয়াখালী : ইউসুফ আল মাহদী, জাবের, ওসমান গনি, আইমান ভূঁইয়া, আবদুর রহমান, সামিয়া সুলতানা, আদনান ফাহিদ, মাহরিব, শরীফ উল্যাহ, মাইন উদ্দিন, নুর মোহাম্মদ, সুমাইয়া আক্তার, নুরুর কবির, বাহা উদ্দিন, আম্মার ইবনে মুনীর, তানভীর হোসেন, জুবায়েল বিন ইকবাল, কামরান হোসেন, জায়েদ হাসান; ঐ।

চুয়াডাঙ্গা : সোহান আহমেদ, সাঈদ সুলতান, সাইম রেজা, আনিচুর রহমান, রজনী খাতুন, তামান্না ইয়াসমিন, আব্দুর রাব্বি, রুমানা আক্তার, রফিক আহমেদ; ঐ। 

কক্সবাজার : তাসলিমা আক্তার, আবিদ মিজরা, সাইমুন ইসলাম, রাশেদুল করিম, নুরুল ইসলাম, সাকিব আল হাসান, সায়েম সরওয়ার, নাজমুল হুদা, আফরান জাওয়ান, রবিউল হাসান; ঐ। 

খুলনা : রাকিব হাসান, তাজু আফরিন, তাজ ইসলাম, মিনহাজ উদ্দিন, নাসির উদ্দীন, আজিজুল ইসলাম; ঐ।

চাঁদপুর : আবু সালেহ, সাউদা আলম, সুমাইয়া আলম, মোজাম্মেল হোসেন, মাহাদী রহমান; ঐ। 

সুনামগঞ্জ : তানজিলা রহমান, ইয়াজ উদ্দিন, আল আমিন, মাসউদুল হক, নাদিয়া আক্তার, আহমদ তৌসিফ, মুহাম্মদুল্লাহ মোস্তফা, নুহা আক্তার, সাকিফ হোসাইন; ঐ। 

চট্টগ্রাম : আফরিন সুলতানা, আব্দুল্লাহ মু. জুবাইর, ওয়াফিয়া নাওয়ার, আজওয়াদ আন নুর, ওমর ফয়সাল, উজাইর মারুফ, আয়মন বিনতে ইয়াছিন, ইশআতি মাশরুরা, সিরাতুল মোস্তাকিম; ঐ। 

ময়মনসিংহ : আনিছুল হক, জান্নাতুল বাকি, আছিয়া আক্তার, আবিদ হাসান, হাবিবা আক্তার, আব্দুর রহমান, মৌরিন জাহান, তাহমিনা আক্তার, আফরিদা জাহিন, ফাহিম, মোস্তাকিম ইসলাম, মোস্তাফিজুর রহমান; ঐ। 

ব্রাহ্মণবাড়িয়া : নুসরাত জাহান, আব্দুর রহমান, জান্নাতুল ফেরদৌস, শামস আরেফিন, মায়মুনা শাহ, ইসরাত জাহান; ঐ। 

সিরাজগঞ্জ : ছুমাইয়া খাতুন, মো: আলী, রিশাত, ফাহাদ হাসান, আব্দুর রহমান, মঈন উদ্দিন, রাফিম মু. রাহাত, আব্দুল হাদি, আব্দুল্লাহ আল ফাত্তাহ, রবিউল ইসলাম; ঐ।  

ঠাকুরগাঁও : রমজান আলী, মারুফ হুসাইন, নূপুর কুমারী, শাহাদাত হুসাইন, শুভ রায়; ঐ। 

ভোলা : আশফাকুর রহমান, আব্দুল্লাহিল মাসরুর, রাহিব, সাদ মর্তুজা, মেশকাত, হাসিব, আহসান হাবিব, তাওসীফ হাসান, ফাহিম, আব্দুল্লাহ আল ইসলাম; ঐ। 

কুষ্টিয়া : জিসান উল ইসলাম, আব্দুল্লাহ, মিরাজ হোসেন, সিরাজুল ইসলাম, সাদিক হোসেন, সাব্বির হোসেন, রাতুল শেখ, মো: শাকিল, অনিক হোসেন, শাকিল ইসলাম, সাব্বির খাঁ; ঐ। 

টাঙ্গাইল : ফাইরুজ লাবীবাহ, ফারিহা আহমেদ, মাজহারুল ইসলাম, ইয়াদি হাসান ফাহিম, তানভীর রহমান, আবু জাফর, মো: হাসান, তানজিলা ইসলাম, জেসিকা তানজিন, জাবির আল রাফি, দেওয়ান রিজওয়ান, তানভির হোসেন; ঐ।  

ঢাকা : ইনতিসার হোসাইন, রাজ্জাক, আব্দুল্লাহ নাফিস, আবদুল্লাহ আল আসয়াদ, আফরাহ বিনতে আরিফ, মাসরুর যাঈম, সুয়াইলিম সুদাদ, আদনান মোবাশ্বির, হাসান মু. উনাইসা, তাওফিকুর রহমান, শাফিন শাহরোজ, সাকিব আহমেদ; ঐ। 

যশোর : রিজওয়ানুল্লাহ, ফয়সাল, জিহাদুল ইসলাম, ফেরদাউস হোসেন, জুবায়েল হোসেন, জান্নাতুল ফেরদাউস; ঐ। 

অন্যান্য জেলাসমূহ : আবদুল্লাহ মুহাম্মদ, ফেনী; আমির হামজা, শোয়াইব আহমেদ, আছিফা খাতুন, শাওন সরকার, রংপুর; আবিদা তুর, আকিমুল ইসলাম, নাজমুল ইসলাম, কুড়িগ্রাম; আজিজ, স্বাধীন আলী, ঝিনাইদহ; সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, নওগাঁ; মার্নিয়া হাসান, নোমান, দিনাজপুর; হাবিবা আক্তার, সিফাতাহুল জান্নাত, পঞ্চগড়; উসরাত আফিফা, গাজীপুর; সিফাতুল ইসলাম, শেরপুর; আরিফা ফাইরুজ, মৌলভীবাজার; ওয়াসিক আবরার, নারায়ণগঞ্জ; স্মৃতি আক্তার, নাঈম আকন্দ,  নেত্রোকোনা; জাবির আহম্মেদ, সিফাত, জামালপুর; সাজিদ মিয়া, গাইবান্ধা; জাহিদুল ইসলাম, আব্দুর রহমান, বরিশাল; জাহান শ্যামা, শেরপুর; রাইসা মুনি, রুকাইয়া খাতুন, আব্বাস আলী, সাঈদ নাবিল, রাজশাহী; শাহিনা মল্লিক, আব্দুল্লাহ আল মামুন, গাজী শিল্পী, সাতক্ষীরা; আফিফ আল আমিন, জাহেদ আলম, জুনাইদ বিন তাহের, লক্ষ্মীপুর; ঐ।


মার্চ ২০২৩ সংখ্যার পুরস্কারের জন্য মনোনীত যারা

১. আব্দুল্লাহ আল জিহাদ, আতাইকুলা; পাবনা

২. হামজা বিন সুলতান, কোতোয়ালি; কুমিল্লা

৩. নিরব হাসান, সদর; বগুড়া

৪. মাহফুজ আলম শামিম, গোমস্তাপুর; চাঁপাইনবাবগঞ্জ

৫. তরিকুল ইসলাম তানিম, মনোহরদী; নরসিংদী

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ