বর্ণের জন্য

বর্ণের জন্য

কবিতা ফজলুল হক তুহিন এপ্রিল ২০২৪

অনেক দিনের স্বপ্ন যখন সত্যি হয়ে ফোটে 

ফুলের মতো গন্ধ নিয়ে বর্ণ হেসে ওঠে। 


হাসি যেন জাদুমাখা জোছ্না হয়ে জ্বলে

ভুবন জুড়ে আলো ছড়ায় বসে মায়ের কোলে। 


এখন কেবল বাড়ির ভেতর হাঁটিহাঁটি পায়ে 

ছুটোছুটি সারা বেলা খুশির জোয়ার গায়ে। 


একটু একটু কথার বোলে মাতিয়ে রাখে বাড়ি 

হইহুল্লোড় হুটোপুটি নিয়ে ঘোড়ার গাড়ি। 


এটা ধরে ওটা ধরে করে এলোমেলো 

বকা দিয়ে দাদি বলে, সবই গেলো গেলো। 


হাসির রেখায় চোখের ভাষায় দুষ্টুমিতে ভরা 

ওর ছোঁয়াতে দূর হয়ে যায় দুঃখিত মন মরা।  


বর্ণ তুমি সবার কাছে ভালোবাসার আলো 

ওর হাসিতে মন থেকে সব পালিয়ে গেলো কালো। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ