ফররুখ আহমদের কবিতা ও আমার মাতৃভাষা বাংলা ভাষা

ফররুখ আহমদের কবিতা ও আমার মাতৃভাষা বাংলা ভাষা

কবিতা ফেব্রুয়ারি ২০২০

ও আমার মাতৃভাষা বাংলা ভাষা
খোদার সেরা দান
বিশ্বভাষার সভায় তোমার
রূপ যে অনির্বাণ।
রাখাল ছেলে বাজায় বাঁশি
ময়না তোতা পাশাপাশি
কথায় কথায় কান্না হাসি
অশ্রু অভিমান
মাটির মানুষ মাঠের যারা
কিষাণ মজুর কামলা তারা
সোনায় বাঁধা বন্ধ হারা
গোলা ভরার গান ॥
মাল্লা মাঝির কণ্ঠ বিধুর
ভাটিয়ালি ভাওয়াইয়া সুর
ঝিল হাওরের ছায়া মেঘে
জাগায় ঝিলের প্রাণ।
তোমার নামে ডাক দিয়ে যায়
কর্ণফুলী, হরিণ ঘাটায়
মেঘনা নদীর জোয়ার ভাটায়
জাগায় তোমার প্রাণ ॥
[অংশবিশেষ]
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ