দাও ফিরিয়ে সবুজ গেরাম

দাও ফিরিয়ে সবুজ গেরাম

ছড়া-কবিতা এ কে আজাদ মার্চ ২০২৪

মন থাকে না ইটের খাঁচায়, সিমেন্ট লোহার বাড়ি,

দাও ফিরিয়ে সবুজ গেরাম, গাছ-গাছালির সারি;

আম কাঁঠালের মায়ায় ভরা স্নেহের ছায়া পথ,

চৈত্র দিনে শীতল করা ক্লান্ত চরণ-রথ।


নানান রঙের, নানান জাতে, টক, মিষ্টি কড়া

দাও ফিরিয়ে মৌসুমি ফল পুষ্টিগুণে ভরা।


দাও ফিরিয়ে পদ্মপুকুর, লম্বা তালের বীথি,

বাবুই পাখির শিল্প বাড়ি, কিচিরমিচির গীতি।

সকাল সন্ধ্যায় পাখির ওড়া নিকট থেকে দূর,

দাও ফিরিয়ে পাখপাখালির মিষ্টি গানের সুর।

ঝোপের আড়ে চুপটি বোনা ডাহুক পাখির বাসা,

দাও ফিরিয়ে বক শালিকের উড়াল ভালোবাসা।


দাও ফিরিয়ে শান্তি-মাখা ফসল ভরা ক্ষেত,

চক্ষু-শীতল শস্য দেখা স্বপ্নেরই সংকেত।

পাটের ক্ষেতে দোলায় মাথা সবুজ বরণ কনে,

দাও ফিরিয়ে দিগন্ত মাঠ স্নিগ্ধ সমীরণে।


শান্ত দিঘির বুকে শুয়ে শাপলা কমল হাসে,

শীত সকালে শিশির কণা হাসে সবুজ ঘাসে।

নানান ফুলে রঙিন ধরা, মোহন করা রূপ,

সুবাসেতে হৃদয় হরা অবাক লাগা চুপ!

দখিন হাওয়ায় ঝিরিঝিরি শিউলি ফুলের ঘ্রাণ,

দাও ফিরিয়ে সবুজ পাতার খাঁটি অম্লজান।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ