ডাকছে মহাকাল

ডাকছে মহাকাল

ছড়া-কবিতা হারুন আল রাশিদ মার্চ ২০২৪

সাগর পাড়ে বসে দেখি

পাখির ওড়াউড়ি,

পাখনা তো নেই মনের ডানায়

করছি ঘোরাঘুরি।


সূর্য এখন ডুবতে আছে

পশ্চিমাকাশ লাল,

আমায় যেন আগ বাড়িয়ে

ডাকছে মহাকাল!


তোমার মাঝের তুমিটাকে

দাও জাগিয়ে আজ,

জীবনটাকে করতে হবে

নিখুঁতভাবে ভাঁজ।


অবহেলায় সময়গুলো

নষ্ট কেন করো?

সত্যিকারের মানুষ হলে

আপন হবে পরও।


এখন থেকেই ভালো কাজে

করলে সময় পার,

বিভীষিকা বাধ্য হয়ে

মেনেই নেবে হার!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ