ঝাপি থেকে

ঝাপি থেকে

ঝাঁপি থেকে জুন ২০১৫

নজরুল ইসলাম শরীফ
পশ্চিম বড়দেইল, নোয়াখালী
- হ্যাঁ, তোমার লেখাগুলো পাঠিয়ে দাও।
জুবাইর মাহমুদ (মুত্তাকী)
-তোমার দাবি এই মুহূর্তে পূরণ করা সম্ভব হচ্ছে না। লেখার সাথে পূর্ণ নাম-ঠিকানা দেবে।
মো : আজম মিয়া
- তোমার লেখাগুলো পাঠিয়ে দাও। লেখার সাথে পূর্ণ নাম-ঠিকানা অবশ্যই দেবে।
আদিব রহমান
সারাই বাজার, রংপুর
-সবসময় ভালো লেখার চেষ্টা করবে। এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। তুমি আরও কিছু ভালো লেখা পাঠিয়ে দাও।
সালমা
বাগেরহাট
-তোমার চমৎকার অনুভূতির জন্য ধন্যবাদ। আরও লেখা পাঠাও।
ইজাজুল ইসলাম
দৌলতপুর, খুলনা
-পুরস্কারের ব্যবস্থা আছেই তো! তুমিও অংশগ্রহণ কর।
সুমাইয়া জাহান
চৌদ্দগ্রাম, কুমিল্লা
-তুমি খুশি হয়েছো জেনে আমরাও খুশি হলাম। আরও লেখা পাঠিয়ে দাও। একটু ধৈর্য ধর, যথাসময়ে পুরস্কার পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
মোর্শেদুল ইসলাম (নাঈম)
কয়রা মদিনাবাদ বিদ্যালয়, খুলনা
-আমরা যথাসম্ভব চেষ্টা করছি তোমাদের হাতে সময় মতো পত্রিকা পৌঁছানোর জন্য। দেরি হয়ে যাওয়ায় আমরাও দুঃখিত। এ ব্যাপারে আল্লাহর রহমত ও তোমাদের দোয়া কামনা করছি।
হুসনে জান্নাত (খুশি)
কালিগঞ্জ, সাতক্ষীরা
-না, এমনটি করা ঠিক নয়। যদি কেউ অন্যের লেখা নিজের নামে পাঠায় এবং সেটা আমাদের দৃষ্টিগোচর হয় তাহলে খুবই দুঃখজনক ব্যাপার হবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার জন্য পরামর্শ দিচ্ছি।
জি এম তরিকুজ্জামান
সোনাডাঙ্গা, খুলনা
-পরিবেশ-পরিস্থিতি অনেক কিছুই বদলে দেয়। সময় সুযোগ হলে ইনশাআল্লাহ তোমার পরামর্শ কাজে লাগানো যাবে।
মো: হাফিজুর রহমান (বাবু)
আতাইকুলা, পাবনা
-আলহামদুলিল্লাহ! তবে কিশোরকণ্ঠ অন্য বন্ধুকেও পড়ার সুযোগ করে দিতে হবে।
জাররাতুন খায়রা অর্না ভূইয়া
মনোহরদী, নরসিংদী
-রংতুলি বিভাগতো নিয়মিতই প্রকাশ পাচ্ছে। তোমাদের ছবিগুলো পাঠিয়ে দাও।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ