ঝাঁপি থেকে মার্চ ২০১৫

ঝাঁপি থেকে মার্চ ২০১৫

ঝাঁপি থেকে মার্চ ২০১৫

মো: মেহেদী হাসান (তইবুর) খানসামা, দিনাজপুর - তুমি কুরিয়ার কিংবা ডাকে লেখা পাঠাবে। তোমার জন্য দোয়া করছি। মো: শহিদুল ইসলাম কৌশিক রামগতি, লক্ষ্মীপুর - তোমার পরামর্শটি বিবেচনা করা হবে। মো: সুলাইমান হোসেন কলারোয়া, সাতক্ষীরা - কিশোরকণ্ঠ দেরিতে পাওয়ার কারণ নানাবিধ হতে পারে। তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। মো: জুবায়ের আলম ইয়াছিনপুর, নাটোর - তোমার ভালো লেখাটি পাঠিয়ে দাও। তরিকুল ইসলাম শান্ত নিঝুমদ্বীপ, হাতিয়া, নোয়াখালী - তোমার অসুবিধার জন্য আমরা দুঃখিত। মো: ওয়ালিউর রহমান ফিহাদ দাউদপুর, নবাবগঞ্জ, দিনাজপুর - তোমাকে অনেক ধন্যবাদ। পাঠক বৃদ্ধির জন্য চেষ্টা অব্যাহত রাখো। মো: শরফুদ্দীন আহম্মদ সৌরভ - তুমি সার্কুলেশন বিভাগের সাথে যোগাযোগ কর। মো: শাকিল আহম্মেদ নাটোর, রাজশাহী - খুব ভালো কথা। নিয়মিত লিখতে থাকো। হাফিজ মাসুম বিল্লাহ ফতুল্লা, নারায়ণগঞ্জ - ভালো লেখা হলেই ছাপা হবে ইনশাআল্লাহ। তুমি আরো লেখা পাঠাও। মো: আমানত মিয়া পাংশ, রাজবাড়ী - ভালো লেখা হলে ‘গ্রহণ’ করা হবে না কেন! তুমি আরও কিছু ভালো লেখা পাঠাও। আবু বকর সিদ্দীক হরিণাকুণ্ডু, ঝিনাইদহ - লেখায় ছদ্ম নাম ব্যবহার করবে না। নিজের নামই ব্যবহার করবে। মো: সাইয়্যেদুজ্জামান নূর - ভালো লেখা হলেই ছাপা হয়। তার জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না। মাইনুদ্দিন তানজিল বুড়িচর, কুমিল্লা - হ্যাঁ, পারবে। লেখা মানসম্পন্ন হলে ছাপা হবে ইনশাআল্লাহ। তুমি আরও লেখা পাঠাও।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ