ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে আগস্ট ২০১৫

শেখ মু: ফিহাদ
নবাবগঞ্জ, দিনাজপুর
- তোমার পরামর্শগুলো বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।
মো : নওশেদ আলী
সাতমেড়া, পঞ্চগড়
- সময় মতো পেয়ে যাবে আশা করি।
মো : ইমরান সরকার
দাউদকান্দি, কুমিল্লা
- তোমার বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
রওশনারা আক্তার
সাতমেড়া, পঞ্চগড়
- পরবর্তীতে এটা আরও ভালো করে দেখা হবে ইনশাআল্লাহ।
যোবায়ের আহম্মেদ
- লেখার সাথে পূর্ণ নাম ঠিকানা না দিলে এমনটিই হয়।
মো: তাজউদ্দীন
যাত্রাবাড়ী, ঢাকা
- তোমার পুরস্কার যথাসময়ে পেয়ে যাবে ইনশাআল্লাহ।
মো: কামরুল হাসান
সাঁথিয়া, পাবনা
- পত্রিকা দেরিতে পাওয়ায় আমরা দুঃখিত। দোয়া কর যেন ঠিক সময়ে পত্রিকা পৌঁছে।
ফজলে রাব্বী
যাত্রাবাড়ী, ঢাকা
- যথাসময়ে পেয়ে যাবে ইনশাআল্লাহ।
এস এম সুহাইল মাহমুদ সাব্বির
ফতেহপুর, ফেনী
- লেখা ভালো হলেই ছাপা হবে।
মোতালেব হোসেন হৃদয়
কুলাঘাট, লালমনিরহাট
- না, কোনো সমস্যা নেই।
মো: ইব্রাহিম বিন রশীদ
চরগাজীপুর, ভোলা
- তোমাদের জন্য কিশোরকণ্ঠের দরজা সকল সময় খোলা। নিয়মিত লিখতে থাকো।
দেলাওয়ার হোসেন
বাঁশখালী, চট্টগ্রাম
- লেখা ভালো হলে যেকোনো সংখ্যায় ছাপা হয়।
মো: আরিফুল ইসলাম
ইসলামপাড়া, দিনাজপুর
- তোমার লেখাগুলো পাঠিয়ে দাও।
সাহেদুজ্জামান (সাকিব)
কালীগঞ্জ, লালমনিরহাট
- লেখা পাঠাও। তোমার ‘শখ’ পূরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ