ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক মার্চ ২০২৪

নতুন কিশোরকণ্ঠ একসাথে তিনটি হাসির বাকসো পাঠানো যাবে?

আবদুল্লাহ আল শাহারিয়া

বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম

- হ্যাঁ, যাবে।


কিশোরকণ্ঠে অপ্রকাশিত লেখাগুলোকে কি করা হয়? তা কি ঐ লেখকের কাছেই ফেরত পাঠানো হয়? নিজের গল্পের প্রচ্ছদ যদি নিজেই অঙ্কন করি, তাহলে কি সেই প্রচ্ছদ প্রকাশিত হবে ঐ গল্পের সাথে?

মোহাম্মাদ আব্দুল্লাহ চৌধুরী তালহা

আম্বরখানা, বড়বাজার, সিলেট।

- অপ্রকাশিত লেখা ফেরত দেওয়া হয় না। লেখা পাঠানোর সময় নিজের কাছে মূল লেখাটি রেখে দিতে হবে। গল্পের ছবি নিজে আঁকার দরকার নেই।


আমি গত অক্টোবর মাসে বলতে পারো বিভাগে প্রথম হয়েছিলাম। কিন্তু পুরস্কার এখনো পাইনি। 

মতিউর রহমান

ইসলামপুর, জামালপুর

- পাবে ইনশাআল্লাহ।


কিশোরকণ্ঠে লেখা ছাপা হলে পুরস্কৃত করা হয়?

মো. আমিরুল ইসলাম

নেউতিগাছা, চাটমোহর, পাবনা।

- প্রকাশিত লেখার জন্য পুরস্কার দেওয়া হয় না।


আমি যদি গল্প, হাসির বাকসো ইত্যাদি পাঠাই, তাহলে কতদিন পর তা কিশোরকণ্ঠে প্রকাশিত হবে?

ফারাবি তাসমি সারা

সাভার, ঢাকা।

- ভালো লেখা হলে কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে হয়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ