ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে নভেম্বর ২০১৩

ইকবাল হোছাইন
লুকড়া, হবিগঞ্জ
- যেকোনো স্মরণীয় ব্যক্তিকে নিয়েই লিখতে পারো।
নোমান হোসেন
ফরাশগঞ্জ, লক্ষ্মীপুর
- তুমি আরও লেখা পাঠাও।
মাহমুদুল হাসান
দেবিদ্বার, কুমিল্লা
- এইতো তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। কী, খুশিতো!
নাজমুল ইসলাম
কানাইঘাট, সিলেট
- হ্যাঁ, তুমি তোমার লেখা পাঠিয়ে দাও।
আহম্মেদ নাজির (নয়ন)
বগুড়া
- কিশোরকণ্ঠে যে বিভাগগুলো আছে, সেগুলোতে অংশ নিতে পারো।
মো: নুরুন্নবী
সাভার, ঢাকা
- লেখা ভালো হলে ছাপা হবে না কেন? তুমি আরও কিছু লেখা পাঠাও।
মো: রাকিব হাসান
বাঘারপাড়া, যশোর
- অবশ্যই তুমি লেখা পাঠাতে পারো। তবে এতোটুকু কাগজে নয়, বড় কাগজে লিখতে হবে।
মুহাম্মদ আতাউর রহমান
দাওতকান্দি, রাজশাহী
- একটু ধৈর্য ধরো, যথাসময়ে পুরস্কার পেয়ে যাবে ইনশাআল্লাহ।
আমিরুল ইসলাম বিপ্লব
হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা
- তোমার পরামর্শটি বিবেচনা করা হবে।
আব্দুল কাদির জীবন
বীরগাঁও, সুনামগঞ্জ
- তোমার জন্য অবশ্যই দোয়া করছি। আরও পাঠক বৃদ্ধির চেষ্টা করো।
রৌনক জাহান তানিয়া
জয়পুরহাট
- না, কাগজের এক পৃষ্ঠাতেই লিখতে হবে।
সোলায়মান হোসেন
হরিণাকুণ্ডু, ঝিনাইদহ
- তোমার পরামর্শটি সুন্দর।
মো: আসাদুজ্জামান আসাদ রানা
চাঁপাইনবাবগঞ্জ
- হ্যাঁ, তুমি আরও লেখা পাঠাও।
মো: আবু তৈয়ব
সোনাপুর, ফেনী
- তোমার লেখা পেয়েছি বলেই তো ‘ঝাঁপিতে’ তুলতে পারছি।
হাতের লেখা এবং বানানের দিকে একটু নজর দাও।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ