ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক নভেম্বর ২০২৩

ভাইয়া কোনো গল্প কবিতা বা অন্য কিছু কি কাগজে লিখে ছবি তুলে পাঠানো যাবে।

- না! লেখা কম্পোজ করে মেইলে পাঠাতে পারো। অথবা ডাক বা কুরিয়ারে পাঠাতে পারো আমাদের ঠিকানায়।

আব্দুর রহমান, সুবর্ণ, নোয়াখালী


আমি অনেক আগে থেকে কিশোরকণ্ঠ পড়ি। কিশোরকণ্ঠের আগের ছোট সাইজটা ভালো লাগতো, এখন পৃষ্ঠা বৃদ্ধি করে সাইজ ছোট করা যায় কি?

- যেমন চলছে চলুক না ভাইয়া।

মোস্তাফিজ, লস্করপাড়া, কুষ্টিয়া


ফিচারের সংখ্যা বাড়ালে খুশি হবো। বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণী নিয়ে লেখা চাই। কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সদস্য হবো কিভাবে?

- ফিচার তো যথেষ্ট পরিমাণে দেওয়া হচ্ছে ভাইয়া। কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সাথে যুক্ত হতে চাইলে পাশের বন্ধুর সাথে যোগাযোগ করো।

সাদিফ হোসাইন সাদ, সদর, সুনামগঞ্জ


কিশোরকণ্ঠে আমার গল্প এবং কবিতা পাঠিয়েছি। লেখাগুলো কি ছাপানো হবে? জানালে উপকৃত হতাম।

- লেখা ভালো হলে ছাপা হবে ইনশাআল্লাহ।

নাজমুস সাআদাত, আতাইকুলা, পাবনা


আমার কোনো কিছু জানার থাকলে কিভাবে জানবো, কোনো প্রশ্ন থাকলে কিভাবে উত্তর পাবো। সবার সুবিধার জন্য কিশোরকণ্ঠের প্রথম পাতায় ঠিকানার পাশে একটা ফোন নম্বর থাকলে আমাদের জন্য সুবিধা হয়।

- ফোন নম্বর তো দেওয়াই আছে। তারপরও ঝাঁপিতে প্রশ্ন করতে পারো।

ফাতেমা তুজ যোহরা, সদর, মাদারীপুর


শুধু আমার ফেসবুক আইডিতে আপলোড দেওয়া। আমার লেখা কবিতা কি কিশোরকণ্ঠে দিলে গ্রহণযোগ্য হবে। সব ধরনের লেখা যেমন কবিতা, হাসির বাকসো, ঝাঁপি, বলতে পারো ইত্যাদি একসাথে এক খামের ভেতর ঢুকিয়ে দেয়া যাবে?

- সম্পূর্ণ নতুন লেখা দিতে হবে। হ্যাঁ, এক সাথে পাঠানো যাবে। পাঠিয়ে দাও।

আশরাফুল ইসলাম

হরিরামপুর, মৌলভীবাজার


আমাদের এখানে মাসিক কিশোরকণ্ঠ আসতে অনেক দেরি হয় এবং মাঝে মধ্যে দেওয়া হয় না। এজন্য আমরা কিশোরকণ্ঠে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি না।

- এটাতো খুব দুঃখজনক ব্যাপার। যে বন্ধু পত্রিকা দেয় তার সাথে যোগাযোগ করো।

আলি আহসান, সদর, পাবনা


বলতে পারো ও শব্দধাঁধা উত্তর ছাত্র ব্যতীত অন্য কেউ কি দিতে পারবে? একটা খামে দু’জনের লেখা কি পাঠানো যাবে?

- বলতে পারো ও শব্দধাঁধায় যে কেউ অংশগ্রহণ করতে পারো। তবে ছাত্রদের জন্য অগ্রাধিকার। আর একটি খামে দু’জনের লেখা দেওয়া যাবে না।

মাহিমা আক্তার মাহি

দক্ষিণ বাছিরপুর, মৌলভীবাজার

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ