ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক অক্টোবর ২০২৩

২০২১ সাল থেকে শব্দধাঁধা এবং বলতে পারোর উত্তর পাঠাচ্ছি প্রতিবার। উত্তর সঠিক হচ্ছে কিন্তু পুরস্কার পাচ্ছি না।

মাজহারুল হান্নান, কয়রা, খুলনা

- পুরস্কারের জন্য মনোনীত হলে পুরস্কার তো পাওয়ার কথা। 


কিশোরকণ্ঠের বিভিন্ন ধরনের কর্মসূচির চিত্র পাঠক ফোরাম গ্যালারিতে দেখি। এমন কর্মসূচি কি লালমনিরহাটে অনুষ্ঠিত হয়? হলেও আমি কিভাবে সেটি জানতে পারবো?

রোম্মান ইসলাম, কালীগঞ্জ, লালমনিরহাট

- সেখানকার ভাইদের সাথে যোগাযোগ করতে পারো।


কিশোরকণ্ঠের ইমেইলে কোনো লেখা পাঠালে অটো রিপ্লাই আসে, সেগুলো কোনো শব্দ নয়। সম্ভবত মেইল ঠিক মতো যাচ্ছে না।

আরমান মিয়া, সদর, কিশোরগঞ্জ

- মেইল করা সঠিক হচ্ছে না হয়তো। ভালোভাবে ঠিকানা মিলিয়ে তারপর পাঠালে মেইল চলে আসবে ইনশাআল্লাহ।


কিশোরকণ্ঠে ‘ইসলামকে জানি’ এই শিরোনামে ইসলামের বিভিন্ন মৌলিক প্রশ্ন দিয়ে কুইজের মতো নিয়মিত একটি বিভাগ চালু করলে চমৎকার হতো।

রিয়াজ মাহমুদ রাতুল, কসবা, ব্রাহ্মণবাড়িয়া

- ভেবে দেখা যাবে ইনশাআল্লাহ।


কিশোরকণ্ঠে কোনো বৈজ্ঞানিক গল্প কাহিনী নামক একটি সেক্টর খুললে ভালো হয়।   

আব্দুর রহমান, চরক্লাস জনতা বাজার, নোয়াখালী

- সে ধরনের লেখা প্রকাশ করা হচ্ছেই তো।


বিভিন্ন দ্বীপ নিয়ে আলোচনা থাকলে কেমন হয়। 

মারুফ শেখ , চরসাগরদী আলিম মাদ্রাসা মনোহরদী, নরসিংদী

- এ ধরনের লেখা মাঝে মাঝে প্রকাশ পায়।


পেনসিলে আঁকা কোনো চিত্র দিতে পারবো?

মোস্তাফিজুর রহমান নূর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

- হ্যাঁ, দিতে পারো।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ