ঝাঁপি থেকে- এপ্রিল'২০১৯

ঝাঁপি থেকে- এপ্রিল'২০১৯

ঝাঁপি থেকে এপ্রিল ২০১৯

আমার কোনো লেখা কেন প্রকাশিত হয় না?
- লেখা ভালো হলে কেন ছাপা হবে না? তুমি আরো লেখা পাঠাও।
হাবিবুর রহমান
ঘাড়ি পাড়া, দেওয়ানগঞ্জ, জামালপুর

প্রতি মাসের জন্য কত তারিখের মধ্যে লেখা পাঠাতে হয়? বিষয়ভিত্তিক নয়, যেকোনো লেখা।
- যে কোন লেখা যে কোন সময়ে পাঠানো যায়।
আবদুর রহমান, ঈশ্বরদী, পাবনা

প্রতি বিভাগে লেখা পাঠাতে চাই। সবগুলো বিভাগে কি ছাপা হবে, নাকি একজন লেখকের একটা বিভাগে লেখা প্রকাশ হবে।
- একজন লেখকের সকল বিভাগেই কি এক সংখ্যায় লেখা প্রকাশ করা সম্ভব?
মারুফ আল্লাম নুরী, ধাপ-সাতগড়া, রংপুর

২০১৯ সালে জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা হবে কি? যদি হয় তাহলে পাতা দু’টি কেটে সেলাই করে পাঠাতে হবে নাকি এমনিতেই পাঠিয়ে দেব?
-হ্যাঁ, হবে। নিয়মাবলি দেয়া হবে। সেইভাবেই পাঠাবে।
সুলতান মাহমুদ, রানীনগর, চাঁপাইনবাবগঞ্জ

আমরা সময়মত পত্রিকা হাতে পাই না। তাই বলতে পারো, শব্দধাঁধার উত্তর পাঠাতে পারি না। আপনাদের চাটখিলের কোনো এজেন্ট থাকলে দ্রুত কিশোরকণ্ঠ পাঠিয়ে দেয়ার চেষ্টা করবেন।
- আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দোয়া কর।
সামসুদ্দিন নাহিদ, চাটখিল, নোয়াখালী

বলতে পারো আর শব্দধাঁধা কি মেইলে ছবি তুলে পাঠানো যাবে?
- না। ডাকে পাঠাবে।
হাফেজ ইশমাম উদ্দীন, সাতকানিয়া, চট্টগ্রাম

এক কাগজের উভয় পৃষ্ঠায় লেখা যাবে কি?
- না। এক পৃষ্ঠাতেই লিখতে হবে।
মো: তোহিদ হাসান, উজিরপুর, নবাবগঞ্জ
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ