ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে জুন ২০১৩

আব্দুজ্জাহের আনাছ
মান্দারী সদর, লক্ষ্মীপুর
- তোমার পুরস্কারটি যথাসময়ে পেয়ে যাবে ইনশাআল্লাহ।
মো: ওয়াহিদ সাদিক
পশ্চিম আগারগাঁও, ঢাকা
- তোমার অভিযোগগুলো আদৌ সঠিক নয়। প্রতিটি লেখার প্রতিই বিশেষভাবে যতœ নেয়া হয়। প্রতিটি বিভাগই সুচিন্তিতভাবে সাজানো হয়।
মো: জুয়েল রানা (রাজু)
হরিণাকুণ্ডু, ঝিনাইদহ
- তুমি পাঠক বৃদ্ধির জন্য আরো চেষ্টা করো। তোমার সফলতার জন্য আমরা দোয়া করছি।
মিজানুর রহমান (মিজান)
পাটগ্রাম, লালমনিরহাট
- কিশোরকণ্ঠ ভালো লাগার জন্য, তোমার জ্ঞান বৃদ্ধির জন্য সহায়কÑ এ জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদের সার্বিক উন্নতির জন্যই তো কিশোরকণ্ঠ।
নাঈমুন নাহার তাছনীম
ফেনী সদর, ফেনী
- আল্লাহপাক তোমার দোয়া কবুল করুন।
মো: বেলাল হোসাইন
বরগুনা
- তোমাকে এবার ‘ঝাঁপিতে’ তুলে নিলাম। নিশ্চয়ই খুশি হয়েছো!
আ: কুদ্দুছ রাহাত
চাঁপাইনবাবগঞ্জ
- কিশোরকণ্ঠে তোমার ভালো লেখাটি পাঠিয়ে দাও।
রেজওয়ানা পারভীন মীম
বুড়িচং, কুমিল্লা
- স্বপ্ন বড় হলে মানুষও স্বপ্নসমান বড় হতে পারে। তুমি আরও বড় স্বপ্ন দেখো এবং স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করো। তোমার সফলতা কামনা করি।
মো: ওমর ফারুক
সুবিদ বাজার, সিলেট
- তোমার নামটি এবার ছাপা হলো। ভালো লেখা পাঠালে আগামীতে সেটাও ছাপা হবে ইনশাআল্লাহ।
ইব্রাহীম হোসেন রনি
বাগাতিপাড়া, নাটোর
- দোয়া করি আল্লাহপাক তোমার স্বপ্ন পূরণ করুন।
তাজুল ইসলাম (সজিব)
দত্তপাড়া, লক্ষ্মীপুর সদর
- তুমি কিশোরকণ্ঠে নিয়মিত চোখ রাখো এবং মনোযোগ সহকারে পড়তে থাকো।
হক সুমন
আমতৈল, মৌলভীবাজার
- একটু ধৈর্য ধরো। জানো তো, সবুরে মেওয়া ফলে!
আকরাম হোসেন সবুজ
জৈন্তাপুর, সিলেট
- তুমি যখনই সময় পাবে তখনই লিখবে এবং লেখা পাঠাবে।
মো: তারেক মনোয়ার
টঙ্গী, গাজীপুর
- তোমার পরামর্শটি বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।
মো: কাউছার আলম
ফরিদগঞ্জ, চাঁদপুর
- তোমার সুন্দর পরামর্শটি আমরা গ্রহণ করলাম। খুশি তো!
সাজ্জাদ হোসেন চৌধুরী
পূর্ব জুরাইন আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা
- এমনটি হতেই পারে। সামান্য ভুলের জন্য মন খারাপ করতে নেই। তুমি আরও লেখা পাঠাও। হ
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ