ঝাঁ পি  থে কে  ঝাঁ পি  থে কে ঝাঁ পি

ঝাঁ পি থে কে ঝাঁ পি থে কে ঝাঁ পি

ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক সেপ্টেম্বর ২০২৩

রংতুলিতে যে তিনজনের আঁকা ছবি কিশোরকণ্ঠে ছাপানো হয়, তাদের যদি শব্দধাঁধা ও বলতে পারো বিভাগের মতো পুরস্কৃত করা হতো তাহলে ভালো হতো। 

- সকল বিষয়ে পুরস্কারের কথা কেন আসে ভাইয়া? আমি পেরেছি-  এটাই তো অনেক বড়ো পুরস্কার!

রাকিবুল ইসলাম, আতাইকুলা, পাবনা


কিশোরকণ্ঠের লোগোটি খুবই পুরনো। তাই একে যদি নতুন রূপ দেওয়া হতো। তাহলে খুবই সুন্দর দেখাতো। 

- এখনও নতুনই আছে। চোখ পুরনো হয়ে যায়নি তো ভাইয়া? 

শিহাব শেখ, লোহাগড়া, নড়াইল


ভাইয়া আমি কিশোরকণ্ঠে লেখা পাঠিয়েছি এবং পাঠাচ্ছি, আমার লেখা কি ছাপানো হবে?

- হবে ইনশাআল্লাহ। ধৈর্য নিয়ে এগিয়ে যাও।

নাজমুস সাআদাত, আতাইকুলা, পাবনা


এবার কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের নামের সাথে সাথে যাদের উত্তর সঠিক হয়েছে তাদের  নামও ছাপালে ভালো হতো।

- হাজার হাজার নাম ছাপানো কি সম্ভব? তুমিই বলো।

তারিকুল ইসলাম, শিবপুর, ফেনী সদর, ফেনী


যারা এসএসসি পরীক্ষা শেষ করেছে এবং ভবিষ্যতে ডাক্তারি পড়তে চায়, দয়া করে তাদের জন্য পরামর্শমূলক একটি লেখা প্রকাশ করবেন। 

- সুন্দর পরামর্শ। বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।

কবির মিয়া, ফুলতলা, জুড়ি, মৌলভীবাজার


কিশোরকণ্ঠ পত্রিকার মূল্য বাড়ছে কেন? পাঠকের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা দরকার। 

- শুধু কণ্ঠের দাম দেখলে, চকোলেটের দাম বাড়েনি? আইসক্রিমের? অন্য জিনিসের?

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ