ঝাঁ পি  থে কে  ঝাঁ পি  থে কে ঝাঁ পি

ঝাঁ পি থে কে ঝাঁ পি থে কে ঝাঁ পি

ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক জুলাই ২০২৩

যদি কিশোরকণ্ঠে পাঠকের প্রশ্ন নামে কোনো বিভাগ শুরু করা হয়, যেখানে আমরা সকল বিষয়ে জিজ্ঞেস করতে পারতাম, তবে উপকৃত হতাম।

রিহান ইউসুফ

শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ফেনী

- এজন্যই তো ঝাঁপি। এখানে প্রশ্ন করতে পারো।


‘কিশোর জিজ্ঞাসা’ বিভাগটি আবার খুললে ভালো হতো।

সালমান ইবনে গোলজার 

নুর সোনাপুর,কবিরহাট, নোয়াখালী

- বিষয়টি বিবেচনার যোগ্য। দেখা যাক ইনশাআল্লাহ।


প্রতি বছর বাছাইকৃত সেরা দশজন কিশোরকে কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কর দেওয়া হলে খুব ভালো হতো।

আব্দুর রাজ্জাক ইয়াছিন

রাজনগর সদর, মৌলভীবাজার 

- বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়তো। সেই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে হবে ইনশাআল্লাহ।


কিশোরকণ্ঠের এক অনিয়মিত বিভাগ কমিকস। যেহেতু এটা শিশু-কিশোরদের ম্যাগাজিন, তাই তাদের চাহিদা অনুযায়ী কমিকস অবশ্যই নিয়মিত দেওয়া উচিত। আমার এ ব্যাপারে কিছু ম্যাগাজিনের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। আপনারা আগ্রহী হলে আমার কিছু কাজ দেখাতে পারি।

মারুফ বিল্লাহ্

- তোমাকে অনেক ধন্যবাদ। ‘কমিকস’এই শিরোনামে তোমার কিছু কাজ ইমেলে পাঠিয়ে দাও। পরে দেখা যাবে ইনশাআল্লাহ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ