ঝাঁ পি থে কে ঝাঁ পি থে কে

ঝাঁ পি থে কে ঝাঁ পি থে কে

ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক জানুয়ারি ২০২৪

কিশোরকণ্ঠের পুরোনো সবগুলো সংখ্যা কি পিডিএফে পাওয়া যাবে?

ফারুক আল ফাহাদ, দক্ষিণ সাগরিয়া, হাতিয়া, নোয়াখালী

* সকল সংখ্যার কাজ শেষ হয়নি। চলমান আছে।


কিশোরকণ্ঠে কি মহানবী (সা)-এর জীবনীর কোনো অংশ বা ইসলামের বিভিন্ন যুদ্ধ নিয়ে কোনো লেখা পাঠাতে পারবো?

শাহরিয়া আলম তৌফিক, পুরাতন পুলিশ কোয়ার্টার, ফেনী

* তুমি অন্য লেখা দাও।


আপনাদের কাছে লেখা পাঠাতে হলে কি করতে হবে? আমি লেখা পাঠাতে চাই।

মাসুম হাদি

* লেখা পাঠিয়ে দিলেই হবে।


গত বছরের নভেম্বর সংখ্যায় কিশোরকণ্ঠে “ব্যর্থতাই সফলতার প্রথম সোপান” নামে একটি লেখা প্রকাশ করা হয়েছিল এবং শেষে চলবে লেখা ছিল কিন্তু ডিসেম্বর হতে এখন পর্যন্ত এ লেখাটি আর প্রকাশ করা হয়নি।

জারিফ আব্দুল্লাহ, নবাবগঞ্জ, দিনাজপুর

* ঠিক আছে। অন্যান্য লেখা তো যাচ্ছেই।


কিশোরকণ্ঠে “মোরা বড় হতে চাই” লেখাটি আর ছাপা হয় না কেন? আমরা অপেক্ষায় থাকলাম। 

মামুন, সাতক্ষীরা

* আবারো হবে ইনশাআল্লাহ।

জুলাই ২০২৩ সংখ্যায় কুইজ প্রতিযোগিতায় আমি পঞ্চম হয়েছি। কিন্তু এখনো পুরস্কার পাইনি। তাই এই বিষয়টির প্রতি সদয় দৃষ্টি দিলে উপকৃত হতাম।

সাবিহা ফারজানা, সাতকানিয়া, চট্টগ্রাম

* পেয়ে যাবে ইনশাআল্লাহ।


আমি কিভাবে কিশোরকণ্ঠের একজন নিয়মিত লেখক হতে পারি? যাতে আমার লেখা প্রতি মাসে প্রকাশ পাবে। অবশ্য মানসম্পন্ন লেখা হলেই আপনারা প্রকাশ করবেন। আমি ব্যতিক্রমী কিছুর চিন্তা করছি। 

এবি জহুরী, জুড়ী, মৌলভীবাজার 

* সেটা কি?


প্রতি মাসে একটির বেশি কবিতা দেওয়া যাবে? কবিতার সাথে কি ছবি দেওয়া যাবে? প্রতি মাসে কবিতা লিখলে কি কোনো পুরস্কার দেওয়া হয়? 

মাসুদুর রহমান, দশমিনা, পটুয়াখালী

* না, একটির বেশি কবিতা দেয়া যাবে না। ছবি ও পুরস্কার কোনোটিই দেয়া সম্ভব নয়।


আগের মতো ‘রহস্যভেদ’ বিভাগটা চালু করার দাবি জানাচ্ছি।

আরাফাত মলঙ্গী, রামপাল, বাগেরহাট

* শব্দ ধাঁধা তো আছেই।


কিশোরকণ্ঠের ‘শব্দধাঁধার’ উত্তর নির্দিষ্ট ছকটা পূরণ করে ইমেইলে ছবি তুলে পাঠানো যাবে? 

মুয়ায মাহমুদ, চান্দগাঁও, চট্টগ্রাম

* না, মূল কাটিংটা পূরণ করে পাঠাতে হবে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ