ঝঁপি থেকে মে ২০১৫

ঝঁপি থেকে মে ২০১৫

ঝাঁপি থেকে মে ২০১৫

মুহাম্মদ মুনাব্বিরুল কিশোরগঞ্জ, নীলফামারী - হ্যাঁ পাঠাতে পারো। নূর মুহাম্মাদ তুহিন শিবগঞ্জ, বগুড়া - তুমি নিয়মিত লেখা পাঠাও। জোবাইর বিন জিহাদী সাতকানিয়া, চট্টগ্রাম - নিয়মিত লিখতে থাকো। ভালো লেখা হলে ইনশাআল্লাহ ছাপা হবে। আল আমিন, চন্দনপুরা, চট্টগ্রাম - ভূতের গল্প নয়, ছড়া-কবিতা, গল্প ইত্যাদি পাঠাও। মো: নূরউদ্দিন, নোয়াখালী -তুমি লেখা পাঠিয়ে দাও। মো: নওশেদ আলী, সাতমেড়া, পঞ্চগড় - তুমি সার্কুলেশন বিভাগের সাথে যোগাযোগ কর। সাকিব হাসান বেলাল নরসিংদী সদর, নরসিংদী - তোমার পরামর্শটি বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। ইয়াসিন আরাফাত, লক্ষ্মীপুর - তোমার পরামর্শটি খুবই সুন্দর। আমরা সাধ্যমত তোমাদের চাহিদা পূরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। অগ্নি ঠিকানাবিহীন - ভাই ‘অগ্নি’ নামটির বদলে একটি ভালো নাম বেছে নিলে ভালো হয়। লেখা পাঠানোর সময় পূর্ণ নাম-ঠিকানা পাঠাবে। আখতার হোসেন আজাদ, চাঁপাইনবাবগঞ্জ - তোমার পরামর্শটি বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। আবদুল্লাহ আল-মাহমুদ - তুমি আরও লেখা পাঠাও। লেখা পাঠানোর সময় পূর্ণ নাম-ঠিকানা পাঠাবে। হাসিব মাহমুদ মোশাররফ, রংপুর - তোমাকেও ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের সফলতার জন্য দোয়া করছি। মো: বিপুল রায়হান, রংপুর - হ্যাঁ, তোমার জন্য আমাদের দোয়া রইল। মো: খলিলুর রহমান নিয়ায, বগুড়া - রংতুলির কাগজ সবচেয়ে ভালো হওয়া দরকার। ছবির সাথে নিজের ছবি ও নাম-ঠিকানা পাঠাবে। মুহাম্মদ ওয়ালিউর রহমান ফিহাদ নবাবগঞ্জ, দিনাজপুর - লেখা যেকোনো সংখ্যায় প্রকাশ পেতে পারে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ