চক্ষু শীতল মানুষ হবো

চক্ষু শীতল মানুষ হবো

ছড়া-কবিতা ওয়াহিদ আল হাসান মার্চ ২০২৪

কথা কাজে লেনাদেনায়

রয় না যেন অসঙ্গতি 

নিজের দ্বারা কারো কভু 

হয় না যেন কোনো ক্ষতি। 


সুখে দুখে থাকবো পাশে

ধনী-গরিব সবার সাথে 

নিজের আহার তুলে দেবো 

অনাহারীর মুখে, পাতে।


কটু কথার ধারে না ধার

এমন মানুষ হওয়ার জন্য 

চেষ্টা এবং সচেতনে

থাকবো হয়ে অগ্রগণ্য।


বাঁচবো বলে সবার মাঝে 

চক্ষু শীতল মানুষ হয়ে 

হাসিমুখে করবো বরণ 

সকল ব্যথা কষ্ট সয়ে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ