খুশির রঙে আঁকা

খুশির রঙে আঁকা

তোমাদের কবিতা আলমগীর কবির এপ্রিল ২০২৪

শেষ ইফতারে মায়ের মুখে

কী পবিত্র হাসি,

মায়ের মুখের এমন হাসি

দেখতে ভালোবাসি।


খানিক পরে আকাশ কোণে 

চাঁদ উঠে যায় বাঁকা, 

মেঘের ফাঁকে এক ফালি চাঁদ 

খুশির রঙে আঁকা। 


দেখতে সবাই ভিড় জমালো

মায়াবী চাঁদ ঘিরে, 

কোলাহলে উঠলো মেতে 

খোকাখুকি ধীরে। 


ও চাঁদ তুমি নেমে এসো

আমার মায়ের ঘরে, 

সবার বুকে খুশির যেন

জোছনা ঝরে পড়ে। 


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ