এসো উত্তম আদর্শের পথে চলি

এসো উত্তম আদর্শের পথে চলি

কুরআনের আলো মার্চ ২০১৩

আল্লাহপাক বলেছেন, “রাসূলুল্লাহর (সা) জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।” (সূরা আহযাব : ২১) প্রিয় বন্ধুরা ৫৭০ খ্রিষ্টাব্দে ১২ রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা)। যিনি আমাদের জন্য রেখে গেছেন উত্তম আদর্শ। রাসূল (সা) ছিলেন সৃষ্টির সর্বোৎকৃষ্ট ও সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী। রাসূল (সা) বলেছেন, ‘‘যে আমার আদর্শকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে।” ঈমান ও ঈমানের বরকত প্রকৃত অর্থে তখনই পাওয়া যাবে যখন যাবতীয় চিন্তাভাবনা, কাজকর্ম, ঝোঁক-বাসনা, প্রবণতা পরিপূর্ণভাবে রাসূলের (সা) আদর্শ অনুযায়ী হবে। সকল ভাল ও পুণ্য কাজ নবীর (সা) আদর্শ অনুসরণের ওপর নির্ভরশীল।  রাসূল (সা) বলেছেন, যে আমার আদর্শের পথে চলবে সেই বেহেশতে প্রবেশ করবে আর যে ব্যক্তি বিচ্যুত হবে সে জাহান্নামী হবে। রাসূলের (সা) আদর্শ ছাড়া অন্য কোন আদর্শের অনুসরণ করলে সত্যপথ  থেকে বিচ্যুত হওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। মুক্তির একমাত্র পথ হচ্ছে রাসূলের (সা) জীবনাদর্শ মেনে চলা। রাসূল (সা) সিরাতুল মুস্তাকিম- সরল, সোজা, সঠিক পথ প্রদর্শন করেছেন। এ পথ অনুসরণের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের চিরস্থায়ী কল্যাণের অধিকারী হওয়া সম্ভব। তাই এসো, আমরা আল্লাহর প্রিয় হাবীব হযরত মুহাম্মাদের (সা) উত্তম আদর্শের পথে চলি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ