উৎসব এখন বিপিএলের   -হাসান শরীফ

উৎসব এখন বিপিএলের -হাসান শরীফ

খেলার চমক ডিসেম্বর ২০১৫

শুরু হয়ে গেছে বিপিএল উৎসব। জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের হয়ে দারুণ পারফরম্যান্স দেখানো দেশি ক্রিকেটারদের পাশাপাশি আইপিএল, এসএলপিএল, সিপিএল ও বিগব্যাশে চার ছয়ের ফুলঝুরি ছড়ানো বিদেশিরাও একের পর এক চমক দেখিয়ে আসর মাত করছেন। ফলে বাংলাদেশের একটা অনুষ্ঠান হলেও এর মধ্যে বৈশ্বিক একটা ফ্লেভার দেখা যাচ্ছে। আর সে কারণেই ভিন্ন মাত্রা পেয়েছে প্রতিযোগিতাটি। নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ একটু দম ফেলার ফুরসত পেয়েছে এর মাধ্যমে। তারপর আগামী বছর যে বিশ্বকাপ হবে, সেটাও একটা খুশির খবর হিসেবে এ দেশে এসেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এটা তৃতীয় আসর। এটাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রীড়া প্রতিযোগিতা। একসময় ফুটবল নিয়ে উন্মাদনা ছিল, হকির খোঁজখবরও রাখত। কিন্তু ক্রিকেট উন্মাদনায় সব ভেসে গেছে। সেই ক্রিকেটকেও আবার নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে এই বিপিএল। এমনকি এই জিম্বাবুয়ে সফর নিয়েও তেমন মাতামাতি হয়নি। আসলে বাংলাদেশ ক্রিকেট এখন যে উচ্চতায় পৌঁছে গেছে, আর জিম্বাবুয়ে যেভাবে নেমেছে, তাতে এই দুই দেশের ক্রিকেট নিয়ে তেমন আগ্রহ থাকার কথা নয়।
আবার নিরাপত্তাহীনতার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে না আসার কথা জানালে এখানকার ক্রীড়াঙ্গন নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, সেটা কিছুটা হলেও চাপা পড়ে গেছে বিপিএলের আনন্দ-উৎসবে।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল : ঢাকা ডিনামাইটস, চট্টগ্রাম ভাইকিংস, রংপুর রাইডার্স, সিলেট সুপারস্টারস, বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গেল ২২ অক্টোবর প্লেয়ার বাই চয়েসের মধ্য দিয়ে ফ্রাঞ্চাইজিগুলো বেছে নিয়েছেন নিজেদের পছন্দের খেলোয়াড়দের।
আগের আসরে পাতানো খেলার যে কেলেঙ্কারির কারণে নানা সংশয়ের সৃষ্টি হয়েছিল, এবার তা থেকে মুক্ত থাকবে বলেই আশা করা হচ্ছে। আসলে অন্য সবকিছুর মতো ক্রিকেটেও ভালোর সাথে মন্দ জড়িয়েই থাকে। একসময় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে যে উন্মাদনার সৃষ্টি হয়েছিল, তার রেশ ধরেই পাতানো খেলার অভিশাপ ঢুকে পড়েছিল ক্রিকেটে। নানা কড়া ব্যবস্থা গ্রহণ করায় এখন তা অনেকটাই মুক্ত। এখন আর পুরো ম্যাচ পাতানো হয় না। তবে স্পট ফিক্সিং বলে একটা বিষয় বেশ প্রচলিত। ওই কেলেঙ্কারিতে আন্তর্জাতিক অনেক তারকার পাশাপাশি বাংলাদেশেরও কেউ কেউ ধরা পড়েছিলেন। ভারতে যে আইপিএল হয়, সেখানে আসরটির মতো কেলেঙ্কারিটি আরো বড়।

বিপিএল মাতাচ্ছেন যারা
একনজরে বিপিএলের সব দল

ঢাকা ডিনামাইটস
খেলোয়াড় দেশ
১. নাসির হোসেন বাংলাদেশ
২. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ
৩. শামসুর রহমান শুভ বাংলাদেশ
৪. মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশ
৫. মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশ
৬. মো: সৈকত আলী বাংলাদেশ
৭. আবুল হাসান রাজু বাংলাদেশ
৮. নাবিল সামাদ বাংলাদেশ
৯. ফরহাদ রেজা বাংলাদেশ
১০. ইরফান সুক্কুর বাংলাদেশ
১১. কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা
১২. রায়ান টেন ডয়েসক্যাট নেদারল্যান্ডস
১৩. ডেভিড মালান ইংল্যান্ড
১৪. শাহজিব হাসান পাকিস্তান
১৫. মোহাম্মদ ইরফান পাকিস্তান
১৬. সোহেল খান পাকিস্তান
১৭. নাসির জমসেদ পাকিস্তান
১৮. ইয়াসির শাহ পাকিস্তান

চিটাগং ভাইকিংস
খেলোয়াড় দেশ
১. তামিম ইকবাল বাংলাদেশ
২. তাসকিন আহমেদ বাংলাদেশ
৩. জিয়াউর রহমান বাংলাদেশ
৪. এনামুল হক বিজয় বাংলাদেশ
৫. ইলিয়াস সানি বাংলাদেশ
৬. মোহাম্মদ শফিউল ইসলাম বাংলাদেশ
৭. এনামুল হক জুনিয়র বাংলাদেশ
৮. নাইম ইসলাম বাংলাদেশ
৯. ইয়াসির আলী চৌধুরী বাংলাদেশ
১০. আসিফ আহমেদ রাতুল বাংলাদেশ
১১. নাফিস ইকবাল বাংলাদেশ
১২. সাঈদ আজমল পাকিস্তান
১৩. উমর আকমল পাকিস্তান
১৪. কামরান আকমল পাকিস্তান
১৫. মোহম্মদ আমের পাকিস্তান
১৬. জীবন মেন্ডিস শ্রীলঙ্কা
১৭. চামারা কাপুকেদারা শ্রীলঙ্কা
১৮. রবিন পিটারসন দক্ষিণ আফ্রিকা
১৯ এলটন চিগুম্বুরা জিম্বাবুয়ে

সিলেট সুপারস্টারস
খেলোয়াড় দেশ
১. মুশফিকুর রহীম বাংলাদেশ
২. মুমিনুল হক বাংলাদেশ
৩. রুবেল হোসেন বাংলাদেশ
৪. আব্দুর রাজ্জাক বাংলাদেশ
৫. মোহাম্মদ শহীদ বাংলাদেশ
৬. কাজী নুরুল হাসান সোহান বাংলাদেশ
৭. জুনাইদ সিদ্দিকী বাংলাদেশ
৮. কাজী নাজমুল হাসান অপু বাংলাদেশ
৯. নাজমুল হোসেইন মিলন বাংলাদেশ
১০. আবু সায়েম চৌধুরী বাংলাদেশ
১১. শহীদ আফ্রিদি পাকিস্তান
১২. সোহেল তানভির পাকিস্তান
১১. অজান্তা মেন্ডিস শ্রীলঙ্কা
১২. জসুয়া কব ইংল্যান্ড
১৩. ক্রিস জর্ডান ইংল্যান্ড
১৪. রবি বোপারা ইংল্যান্ড
১৫. ব্র্যাড হগ অস্ট্রেলিয়া

বরিশাল বুলস
খেলোয়াড় দেশ
১. মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ
২. আলআমিন হোসেন বাংলাদেশ
৩. সোহাগ গাজী বাংলাদেশ
৪. সাব্বির রহমান রুম্মন বাংলাদেশ
৫. তাইজুল ইসলাম বাংলাদেশ
৬. শাহরিয়ার নাফিস বাংলাদেশ
৭. রনি তালুকদার বাংলাদেশ
৮. মেহেদি মারুফ বাংলাদেশ
৯. নাদিফ চৌধুরী বাংলাদেশ
১০. মোহাম্মদ শরীফুল্লাহ বাংলাদেশ
১১. সাজেদুল ইসলাম বাংলাদেশ
১২. ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ
১৩. এভিন লুইস ওয়েস্ট ইন্ডিজ
১৪. কেভন কুপার ওয়েস্ট ইন্ডিজ
১৫. মোহাম্মদ সামি পাকিস্তান
১৬. ইমাদ ওয়াসিম পাকিস্তান
১৭. সিকুজি প্রসন্ন শ্রীলঙ্কা
১৮. ব্রেন্ডন টেইলর জিম্বাবুয়ে

রংপুর রাইডার্স
খেলোয়াড় দেশ
১. সাকিব আল হাসান বাংলাদেশ
২. সৌম্য সরকার বাংলাদেশ
৩. আরাফাত সানি বাংলাদেশ
৪. মুক্তার আলী বাংলাদেশ
৫. মোহাম্মদ মিথুন বাংলাদেশ
৬. সাকলাইন সজিব বাংলাদেশ
৭. জহুরুল ইসলাম বাংলাদেশ
৮. আবু জায়েদ চৌধুরী বাংলাদেশ
৯. মোহাম্ম মুরাদ খান বাংলাদেশ
১০. রাসেল আল মামুন বাংলাদেশ
১১. ড্যারেন স্যামি ওয়েস্ট ইন্ডিজ
১২. লিন্ডল সিমনস ওয়েস্ট ইন্ডিজ
১৩. সচিত্র সেনানায়েকে শ্রীলঙ্কা
১৪. থিসারা পেরেরা শ্রীলঙ্কা
১৫. ওয়াহাব রিয়াজ পাকিস্তান
১৬. মোহাম্ম নবী আফগানিস্তান

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
খেলোয়াড় দেশ
১. মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ
২. ইমরুল কায়েস বাংলাদেশ
৩. লিটন কুমার দাস বাংলাদেশ
৪. শুভাগত হোম চৌধুরী বাংলাদেশ
৫. কামরুল ইসলাম রাব্বি বাংলাদেশ
৬. সানজামুল ইসলাম বাংলাদেশ
৭. আরিফুল হক বাংলাদেশ
৮. মাহমুদ হাসান লিমন বাংলাদেশ
৯. মো: নাইম ইসলাম (জুনিয়র) বাংলাদেশ
১০. আবু হায়দার রনি বাংলাদেশ
১১. ধীমান ঘোষ বাংলাদেশ
১২. আহমেদ শেহজাদ পাকিস্তান
১৩. শোয়েব মালিক পাকিস্তান
১৪. নুয়ান কুলাসেকারা শ্রীলঙ্কা
১৫. লাহিরু থিরিমানে শ্রীলঙ্কা
১৬. আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ
১৭. সুনিল নারাইন ওয়েস্ট ইন্ডিজ
১৮. মারলন স্যামুয়েলস ওয়েস্ট ইন্ডিজ
১৯. ক্রিসমার সান্তোকি ওয়েস্ট ইন্ডিজ
২০. ড্যারেন স্টিভেনস ইংল্যান্ড।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ