ঈদ মানে- সাম্য শাহ আলম বাদশা

ঈদ মানে- সাম্য শাহ আলম বাদশা

কবিতা মে ২০২০

ঈদ এলে নিদ যায়
অনেকের জিদ যায়
রাগ আর থাকে না চরমে;
ভালো হয় হয়তো বা শরমে।

ঈদ এলে বাজারে
ব্যবসায়ী তাজা রে
খুশিমতো টাকা নেয় হাতিয়ে।
আমাদের রাখে তবু মাতিয়ে।

ঈদ এলে দেখা যায়
কতকিছু শেখা যায়
চোখ কান থাকে যদি খোলা রে;
কেউ কেউ অন্ধ-আত্মভোলা রে।

শিশু-নারী-বৃদ্ধ
খায় আধাসিদ্ধ
দুঃখী তারা, বলে যায় দেহ যে।
দান করে তাই কেহ-কেহ যে।

ঈদ মানে সাম্য
হোক তাই কাম্য
আমরা হবো নাতো স্বার্থপর
যারা শুধু খায় একা, তারা বর্বর।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ